আর্ট কলেজের সরস্বতী প্রতিমা বিতর্কে সাধারণ মানুষকে কাঠগড়ায় দাঁড় করালো একাংশ চিত্রশিল্পী

বিকৃত সরস্বতী প্রতিমাকে কাউন্টার করে মানুষের ধর্মীয় ভাবা বেগে উস্কানি দেওয়ার প্রচেষ্টা জারি

Feb 17, 2024 - 03:44
 0  85
আর্ট কলেজের সরস্বতী প্রতিমা বিতর্কে সাধারণ মানুষকে কাঠগড়ায় দাঁড় করালো একাংশ চিত্রশিল্পী

দ্যা ফ্যাক্ট:- আর্ট কলেজে আপত্তিকর সরস্বতী প্রতিমা বিতর্কে শিল্পীরা সাধারণ মানুষকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। একাংশ শিল্পীদের বক্তব্য শিল্পীর শৈল্পিক চিন্তা এবং সৃষ্টি সাধারণ মানুষ বুঝেইনা। যার প্রতিফলন এই প্রতিবাদের মধ্য দিয়ে সংগঠিত হয়েছে। আবার অনেকেই বলতে চেয়েছেন বৈদিক যুগে মহিলারা এই ধরনের পোশাক পরিধান করতেন। যার ছবি বহুমুর্তিতে এখনো রয়েছে। এই দৃষ্টিভঙ্গি থেকেও আর্ট কলেজকে সমর্থন জুগিয়েছেন চিত্রশিল্পী মহলের একাংশ। কিন্তু প্রশ্ন উঠছে সরস্বতী প্রতিমার এই ধরনের আপত্তিকর রূপ ছাড়া আরো বহু রূপ ছিল। সেগুলো কেন শিল্পীদের মাথায় আসলো না?

                      ভারতের সংস্কৃতিকে অত্যন্ত কৌশলের সঙ্গে পদদলিত করে ধ্বংস করার কৌশল বহু আগে থেকেই শুরু হয়েছিল। ধর্ম শুধুমাত্র আস্থার বিষয় নয়। ধর্মের সাথে জড়িত সংস্কৃতি, আধ্যাত্মিকতা, পরম্পরা, শ্রদ্ধা এবং ঐতিহ্য। ধর্মটাকে ধ্বংস করা গেলে একটা জাতির ধর্মকে জড়িয়ে যতগুলো সত্তা আছে সবগুলোকে ধ্বংস করা সম্ভব। আর এই সত্তা গুলো ধ্বংস হলে একটা জাতি এমনিতেই ধ্বংস হয়ে যাবে। সহজ উপলব্ধি যাদের মাথায় এসেছে তাঁরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে সনাতন ধর্মের ধর্মীয় সত্তা গুলোকে টুঁটি চেপে ধরার চেষ্টা করেছে। আজ যারা সামাজিক মাধ্যমে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফটে যে সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছিল তাঁর সমর্থন করছেন, উনারাই নিজেদের বক্ষ আচ্ছাদন সরাবেন না বা পরিবারের কাউকে এই ধরনের পরামর্শ দেবেন না। 

কিন্তু যে দেবীকে ঘিরে মানুষের আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি জড়িত রয়েছে তাঁকে নিয়ে এই ধরনের ছেলে খেলা অনেকেই উপভোগ করেছেন। দেশের বহু স্থানে এই ধরনের প্রতিমা দেখা যায়। তর্কের খাতিরে এটা মেনে নিলেও আমাদের রাজ্যে এটা একেবারেই বেমানান। আমাদের রাজ্যের ধর্মীয় সংস্কৃতি এই ধরনের দৃশ্য সমর্থন করে না। ফলে যেখানে বা যে অঞ্চলে যে ধরনের ধর্মীয় সংস্কৃতি রয়েছে সেই ভাবেই তার আচার অনুষ্ঠান করা বাঞ্ছনীয়।

 যারা এই কলেজের প্রতিমাকে সমর্থন করছেন তাঁরা কখনো দেখেছেন অন্য রাজ্যে ত্রিপুরার জনজাতিরা, মনিপুরীরা যেভাবে চিরাচরিত পোশাকে দেব-দেবীদের সাজিয়ে পূজা করেন এইভাবে অন্য রাজ্যে পুজিত হচ্ছেন দেব দেবীরা? উত্তরটা আমাদের সবার জানা। ফলে যেখানে যেভাবে ভক্ত প্রাণ মানুষ তাদের দেব দেবীদের আরাধনা করে সেই ভাবে দেব-দেবীদের তৈরি করা উচিত। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow