কালীবাজারে উদ্বোধন হলো নবনির্মিত মার্কেট স্টল

কৃষি দপ্তরের উদ্যোগে বামুটিয়ার কালীবাজারে নব নির্মিত মার্কেট স্টলের উদ্বোধন করলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

Jan 31, 2025 - 17:23
 0  60
কালীবাজারে উদ্বোধন হলো নবনির্মিত মার্কেট স্টল
কালীবাজারে নবনির্মিত মার্কেট স্টলের উদ্বোধন হলো কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রীর হাত ধরে।

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়ার কালীবাজারে নব নির্মিত এগরি মার্কেট স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নবনির্মিত মার্কেট স্টলের। 

               বামুটিয়ার কালীবাজারে কৃষি দপ্তরের উদ্যোগে নির্মাণ করা হয়েছে মার্কেট স্টল। স্টল গুলো ব্যবসায়ীদের মধ্যে বন্টন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে স্টলের উদ্বোধন করেছেন মন্ত্রী। এইদিন তিনি বলেন বিজেপি সরকার আক্ষরিক অর্থেই মানুষের জন্য কাজ করার জন্য কাজ করছে। রাজনীতির জন্য এই সরকার নয়। বর্তমান সরকার গ্রাম, গরিব এবং কৃষককে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। বর্তমানে সরকার সর্বস্তরের মানুষের উন্নয়নের কথা মাথায় রেখে কাজ করে যাচ্ছে। এই উদ্বোধনী পর্বে বিগত বাম সরকারের সময় রাজ্যের উন্নয়নকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন মন্ত্রী। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, কৃষি অধিকর্তা ফনি ভূষণ জমাতিয়া, বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য ,বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ, মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow