সাংবাদিকদের ওপর আক্রমণকারীদের গ্রেপ্তার চেয়ে SDPO-কে ডেপুটেশন প্রেসক্লাবের
লেফুঙ্গা থানার অন্তর্গত শান্তি পাড়ায় সাংবাদিক সুজিত নন্দীর ওপর আক্রমণের সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মোহনপুরের এসডিপিওর নিকট ডেপুটেশন দিল মোহনপুর মহকুমা প্রেসক্লাব।

দ্যা ফ্যাক্ট :- কর্মরত সাংবাদিককে আক্রমণের সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার এবং সঠিক চার্জ সিট প্রদানের দাবিতে মোহনপুরে এসডিপির নিকট ডেপুটেশন দিল মোহনপুর মহকুমা প্রেসক্লাব। শান্তিপারা এলাকায় সাংবাদিক সুজিত নন্দীর ওপর আক্রমণের দায় দুই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। বাকি তিন অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সোমবার দেওয়া হয়েছে এই ডেপুটেশন।
গত ২১ শে ডিসেম্বর লেফুঙ্গা থানার অন্তর্গত শান্তিপাড়া এলাকায় একটি পথ দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন সাংবাদিক সুজিত নন্দী। ৫ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত দুইজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। সোমবার মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথের নিকট মোহনপুর মহকুমা প্রেসক্লাবের তরফে এক ডেপোটেশন প্রদান করা হয়েছে। এই দিন প্রেসক্লাবের সম্পাদক সুমন মহলানবীশ জানন এসডিপিওর নিকট দাবি জানানো হয়েছে বাকি অভিযুক্তদের অতিসত্বর গ্রেফতার করার। পাশাপাশি আদালতে সঠিক চার্জশিট প্রদান করার জন্য। যাতে অভিযুক্তরা উপযুক্ত শাস্তির আওতায় আসে। এই ডেপোটেশনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী, সাংবাদিক সুজিত নন্দী, সবুজ সরকার সহ অন্যান্যরা।
What's Your Reaction?






