পেঁয়াজ চাষে রাজ্যের কৃষকদের বিকল্প পথ দেখাচ্ছে কৃষি কলেজ,৬০ জন চাষিদের পেয়াজ চাষে প্রশিক্ষণ প্রদান

পেঁয়াজ চাষ বদলে দিতে পারে চাষীদের বাজার ঝুঁকির সম্ভাবনা

Jul 2, 2023 - 18:35
 0  63
পেঁয়াজ চাষে রাজ্যের কৃষকদের বিকল্প পথ দেখাচ্ছে কৃষি কলেজ,৬০ জন চাষিদের পেয়াজ চাষে প্রশিক্ষণ প্রদান

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-কৃষি কলেজে পেঁয়াজ চাষের পরীক্ষামূলক উৎপাদন সফল হওয়ার পর কৃষকদের জমিতেও পেঁয়াজ উৎপাদন করতে সফল কৃষি কলেজ। লক্ষ্যমাত্র নেয়া হয়েছে ৩০০ জন কৃষককে পেঁয়াজ চাষের সাথে যুক্ত করার। তারই অঙ্গ হিসেবে শনিবার কৃষি কলেজে পশ্চিম জেলার চারটি ব্লকের কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয় একদিনের পেঁয়াজ চাষ সম্পর্কিত প্রশিক্ষণ।
                            ত্রিপুরা রাজ্যে পেঁয়াজ চাষ বাণিজ্যিকভাবে করা সম্ভব এই বিষয়টি ভাবতে শুরু করিয়েছে কৃষি কলেজ। নাবার্ডের আর্থিক সহযোগিতায় কৃষি কলেজে পেঁয়াজ চাষ নিয়ে রিসার্চ শুরু করেন কলেজের সহকারি অধ্যাপক ত্রিদিব ভট্টাচার্যী। নিজেদের জমিতে পেঁয়াজ চাষে সফলতা আসার পর, চাষীদের দিয়ে এই চাষ শুরু করায় কৃষি কলেজ।

                        বর্তমানে এই চাষের পরিধি আরও ছড়িয়ে দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকদের দিয়ে পেঁয়াজ চাষ শুরু করিয়েছে কৃষি কলেজ। পশ্চিম জেলাতে ব্যাপকভাবে এই চাষে চাষীদের উদ্বুদ্ধ করতে শুক্রবার এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে নাবার্ডের জেনারেল ম্যানেজার লোকেন দাস । তিনি বলেন ত্রিপুরা থেকে প্রতিবছর বহু অর্থ বাইরে চলে যাচ্ছে পেঁয়াজ কেনার জন্য। অথচ এই রাজ্যের জলবায়ু, মাটি পেঁয়াজ চাষের জন্য অনুকূল । তিনি পেঁয়াজ চাষে চাষীদের এগিয়ে আসার আহ্বান করেন । অন্যদিকে কৃষি কলেজের অধ্যক্ষ তপন কুমার মাইতি দাবি করেন ত্রিপুরাতে পরীক্ষামূলকভাবে পেঁয়াজ চাষে যে সফলতা দেখা গেছে তাকে ঘিরে আগামী দিনে এই রাজ্যে পেঁয়াজ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। যদি রাজ্যের চাষীরা গুরুত্ব দিয়ে পেঁয়াজ চাষে এগিয়ে আসে তাহলে তাদের আর্থিক ভিত মজবুত হতে কোন বাধা সৃষ্টি হবে না বলেও দাবি করলেন তিনি।

                     পেঁয়াজ এমন একটি ফসল যা দীর্ঘদিন বিনা খরচে সংরক্ষণ করা যায় এবং নিজের ইচ্ছামত বাজারজাত করা যায়। এদিনের প্রশিক্ষণ কর্মসূচি শেষে কৃষকদের প্রদান করা হয় পেঁয়াজের বীজ, জৈব সার এবং অন্যান্য সামগ্রী। এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক রাজু রবিদাস, টি সমিতির অধিকর্তা এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow