আগামী দিনের সবকটি রাজ্য হবে BJP-র, বিজয় মিছিলে মোহনপুরে বললেন মন্ত্রী

দিল্লির বিধানসভা নির্বাচনে জয় হয়েছে বিজেপির। এই জয়কে কেন্দ্র করে মোহনপুরে অনুষ্ঠিত হয়েছে বিজয় মিছিল। এতে উপস্থিত ছিলেন মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ।

Feb 8, 2025 - 21:23
 0  15
আগামী দিনের সবকটি রাজ্য হবে BJP-র, বিজয় মিছিলে মোহনপুরে বললেন মন্ত্রী
দিল্লির বিধানসভা দখলের আনন্দে মোহনপুরে বিজেপির বিজয় মিছিল। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- যে কয়টি রাজ্য এখনো অন্য দলের হাতে রয়েছে আগামী দিনে ভুল বুঝতে পারবে ওই রাজ্যগুলির জনতা। ফলের সবকটি রাজ্য বিজেপির হাতে আসতে চলেছে। দিল্লির জয়ে মোহনপুরে বিজয় মিছিল থেকে এই দাবি করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লালন।

             দীর্ঘ ২৭ বছর পর দিল্লির ক্ষমতার মসনদে বসলো বিজেপি। অনেকটা পূর্ব প্রত্যাশা অনুযায়ী হয়েছে ফলাফল। শনিবার দলের এই বিশাল জয়কে কেন্দ্র করে মোহনপুরে শক্তিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিন মোহনপুর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেছে এই বিজয় মিছিল। এই মিছিলে উপস্থিত থেকে মন্ত্রী রতন লাল নাথ বলেন দীর্ঘদিন মানুষকে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে আটকে রাখা যায় না। দিল্লির মানুষ বিজেপির উপর আস্থা রেখেছে। পাশাপাশি তিনি আসা ব্যক্ত করেন এখনো যে সমস্ত রাজ্যে অন্য দলের সরকার রয়েছে সেখানকার মানুষ তাদের ভুল বুঝতে পেরে আগামীদিনে বিজেপিকে ক্ষমতায় বসাবে। দিল্লি সরকারের ভ্রষ্টাচারকে বাদ দিয়ে বিজেপির স্বচ্ছতা এবং উন্নয়নমুখী কার্যকলাপের কারণে বিজেপিকে জনগণ ক্ষমতায় এনেছে বলে জানিয়েছেন রতন লাল নাথ। এদিনের এই বিজয় মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি কার্তিক আচার্য, মনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শংকরদেব সহোদলের অন্যান্য নেতৃত্বরা।

অন্যদিকে বামুটিয়া বিধানসভা এলাকাতেও দিল্লির জয়কে কেন্দ্র করে করা হয়েছে বিজয় উৎসব। কালীবাজারের বাজি পটকা ফুটিয়ে এই আনন্দে মেতে উঠেছে বিজেপি দলীয় কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুরেন্দ্র শিবেন্দ্র দাস, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow