উদ্ধার কাজে হাত লাগাতে রাজ্যে এলো হেলিকপ্টার ও NDRF অতিরিক্ত বাহিনী

রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত এনডিআরএফ বাহিনী, হেলিকপ্টার এবং স্পিড বোট এলো রাজ্যে।

Aug 22, 2024 - 20:18
Aug 22, 2024 - 20:36
 0  30
উদ্ধার কাজে হাত লাগাতে রাজ্যে এলো হেলিকপ্টার ও NDRF অতিরিক্ত বাহিনী
এমবিবি বিমানবন্দরে বায়ু সেনার বিমানে করে রাজ্য এলো এনডিআরএফ অতিরিক্ত বাহিনী।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট : বন্যা পরিস্থিতি মোকাবেলায় বায়ুসেনার ৩ টি বিমানে রাজ্যে এলো অতিরিক্ত এন্ডডিআরএফ বাহিনী। বৃহস্পতিবার এমবিবি বিমানবন্দরে অবতরণ করে বায়ুসেনার ৩ টি বিমান। পাশাপাশি আনা হয়েছে অতিরিক্ত স্পিড বোট। এসেছে হেলিকপ্টার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রয়োজনে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

             রাজ্যের বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে নাজেহাল সাধারণ মানুষ। বৃহস্পতিবার অমরপুরে অত্যন্ত বাজে অবস্থায় রয়েছে বন্যা কবলিত এলাকায় দুর্গত মানুষেরা। মুখ্যমন্ত্রী গতকালকেই স্বরাষ্ট্রমন্ত্রী সাথে গোটা বিষয়ে আলোচনা করেছিলেন। এরপরই রাজ্যে উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার, অতিরিক্ত স্পিড বোট এবং এনডিআরএফ টিম পাঠানো হয়েছে। এক টুইট বার্তায় অমিত শাহ জানিয়েছেন রাজ্যের গোটা বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই হেলিকপ্টার স্পিড বোট এবং এনডিআরএফ এর টিম পাঠানো হয়েছে। প্রয়োজনে যত ধরনের সাহায্য প্রয়োজন সবকিছু করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আতঙ্ক হবার কিছু নেই। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সমস্ত এলাকাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য কাজ করছে এনডিআরএফ এবং এসডিআরএফ। ইতিমধ্যেই রাজ্যে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে ব্যবহার শুরু হয়েছে হেলিকপ্টারের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow