আগরতলা পুর নিগমের বর্ধিত সম্পদ করে স্পষ্টিকরণ চাইল CPI(M)
CPI(M)-র দাবি অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে সম্পদ কর
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-আগরতলা ত্রিপুরা পুর নিগমের তরফে সম্পদ কর বাড়ানোর প্রতিবাদে সুর চরালো সিপিআইএম। শুক্রবার মেলার মাঠেও দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কিসের উপর ভিত্তি করে এই কর বৃদ্ধি করা হয়েছে তার স্পষ্টিকরণ চাইলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে।
আগরতলা বাসীর সম্পদ কর বৃদ্ধি করার ঘোষণা করতেই আগরতলা পুরো নিগমের কাছে এই কর বৃদ্ধির বিষয়ে জবাব চাইলেন মানিক দে। তিনি বলেন ২০১৬ সালে সিপিআইএম সরকারের থাকাকালীন সময়ে আগরতলা পুরো নিগম থেকে মানুষের সম্পদের উপর কর ধার্য করা হয়েছিল। সেই সময় বাড়ির মালিকের সেল্ফ ডিক্লেষণের উপর ভিত্তি করে এই কর নির্ধারণ করা হয়েছিল বলে জানান তিনি। যদিও ওই সেলফ ডিক্লারেশন অ্যাসেসমেন্ট করে সন্দেহজনক মনে হলে সরজমিনে আধিকারিকরা বাড়িতে গিয়ে সম্পদ পরীক্ষা-নিরীক্ষা করার বিধান ছিল। কিন্তু বর্তমানে যে পরিমাণ কর বৃদ্ধি করা হয়েছে তা কিভাবে অ্যাসেসমেন্ট করা হয়েছে তার ওপর স্পষ্টিকরণ চাইনেল মানিক দে। তিনি অভিযোগ করেন বর্ধিত কর জমা করার জন্য যে সময় দেওয়া হয়েছে তা একেবারেই অযৌক্তিক। কারণ এই বর্ধিতকরের বিষয়ে অনেক ভুল ত্রুটির পাশাপাশি সম্পদ মালিকদের অভিযোগ থাকতে পারে। সেই অভিযোগ জমা করার জন্য তাকে সময় দিতে হবে। এই সমস্ত কারণ উত্থাপন করে মানিক দে দাবি করেন অতিসত্বর আগরতলা পুর নিগম সম্পদ কর বৃদ্ধির যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তার পূর্ণাঙ্গ স্পষ্টিকরণ জনসম্মুখে আনার।
What's Your Reaction?