GBP- হাসপাতালে রোগীদের পরিষেবা দিতে একটি সিটি স্ক্যান মেশিন ভরসা
দীর্ঘদিন যাবত বিকল একটি সিটি স্ক্যান মেশিন। বর্তমানে একটি মেশিন দিয়ে চলছে স্বাস্থ্য পরিষেবা।
দ্যা ফ্যাক্ট :- রাজ্যের একমাত্র রেফারেল হাসপাতালে একটিমাত্র সিটি স্ক্যান মেশিন দিয়ে রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে। ফলে সিটি স্ক্যান করাতে এসে চার থেকে পাঁচ ঘণ্টা বসে থাকতে হচ্ছে রোগী ও রোগীর স্বজনদের। রোগীদের এই সমস্যা নিরসনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।
রাজ্যের একমাত্র রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতাল। এখানে রাজ্যের সমস্ত প্রান্ত থেকে মুমূর্ষু রোগীরা চিকিৎসার জন্য আসেন। কিন্তু এখানে মাত্র একটি মেশিন দিয়ে চলছে সিটি স্ক্যান করার কাজ। জানা গেছে, অপর একটি মেশিন দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে। যার ফলে বাধ্য হয়েই কর্মীরা একটি মেশিন দিয়ে পরিষেবা চালাচ্ছেন। যদি কোনো কারণে এই একটি মেশিন বিকল হয়ে যায়, তাহলে জিবিপি হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ হয়ে যাবে। বর্তমানে দুপুর ১২টায় কোনো রোগী সিটি স্ক্যান করাতে এলে তাকে অপেক্ষা করতে হচ্ছে বিকেল ৪টা পর্যন্ত। এর ফলে রোগীদের চিকিৎসায় সমস্যা তৈরি হচ্ছে। রোগীর স্বজনরা দাবি করছেন, এই সমস্যা নিরসনের মাধ্যমে রোগীদের সঠিক পরিষেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করুক স্বাস্থ্য দপ্তর।
What's Your Reaction?