পার্লামেন্ট অভিযান করতে SFI ও TSU-র প্রতিনিধিরা গেল দিল্লি
আগরতলা রেলস্টেশন থেকে দুই সংগঠনের প্রতিনিধিরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিল
দ্যা ফ্যাক্ট:- আগামী ১২ই জানুয়ারি পার্লামেন্ট অভিযানকে কেন্দ্র করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল এসএফআই এবং টিএসইউর প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে এই প্রতিনিধি দল। এই কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার বিকেলে আগরতলায় পোস্টিং কর্মসূচি সংঘটিত করা হয়ে ছিল দুই সংগঠনের উদ্যোগে। উল্লেখ্য মোট ১৬ টি সংগঠন যৌথভাবে এই পার্লামেন্ট অভিযানের আহ্বান করেছে। মঙ্গলবার সকালে রেল স্টেশনে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপ দেব এবং টিএসইউর রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা।
What's Your Reaction?