অনশনে বসতে চলেছেন প্রদ্যুত বিক্রম মানিক্য দেববর্মা

আমরণ অনশনে বসে মৃত্যু হলে দায়ী থাকবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার: প্রদ্যুৎ

Feb 24, 2024 - 22:02
 0  123
অনশনে বসতে চলেছেন প্রদ্যুত বিক্রম মানিক্য দেববর্মা
আমরণ অনশনে বসার প্রস্তুতি নিচ্ছেন প্রদ্যুৎ বিক্রম মানিক দেববর্মা।

দ্যা ফ্যাক্ট:- আমরণ অনশনে বসতে যাচ্ছেন তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা। তিনি দাবি করেন দু এক দিনের মধ্যে ত্রিপুরার উপজাতিদের জন্য সাংবিধানিক সমাধান না এলে তিনি হাতাই কতরে আমরণ অনশনে বসবেন।

            লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই উপজাতিভিত্তিক রাজনৈতিক দল তিপ্রা মথার নতুন কর্মসূচি সামনে এলো। শনিবার সামাজিক মাধ্যমে টিটিএটিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া জানান তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা বড়মোড়ার হাতাই কতরে আমরণ অনশনে বসতে চলেছেন। দুই এক দিনের মধ্যে সরকার উপজাতিদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সাংবিধানিক ব্যবস্থা না করলে তিনি এই পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা জানান আমরণ অনশনে বসে যদি উনার মৃত্যু হয় তাহলে দায়ী থাকবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow