জিরানিয়ায় বাংলাদেশ থেকে ৬ জন অবৈধ অনুপ্রবেশকারী নাগরিক গ্রেফতার
আবারো জিরানিয়া থেকে অনুপ্রবেশকারী ৬ বাংলাদেশীকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তদের পাঠানো হয়েছে আদালতে।
দ্যা ফ্যাক্ট :- বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ কোনভাবেই থামছে না। জিরানিয়া রেলস্টেশন থেকে আরও ৬ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে পাঠানো হয়েছে আদালতে। অভিযুক্তরা মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে এসেছিল জিরানিয়া রেল স্টেশনে।
গোপন খবরের ভিত্তিতে আগরতলা জিআর থানার পুলিশ ও অন্যান্য নিরাপত্তা কর্মীরা জিরানিয়া রেলস্টেশনে অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছে। তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সমস্ত অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন তৃতীয় লিঙ্গের। অভিযুক্তরা হলেন: ১) ইকলাশ মিয়া (তৃতীয় লিঙ্গ), বাড়ি-গাজীপুর, বাংলাদেশ ২) রুবায়েত হোসেন (তৃতীয় লিঙ্গ), বাড়ি-গাজীপুর, বাংলাদেশ ৩) তানভীর আহমেদ (তৃতীয় লিঙ্গ), বাড়ি-নেত্রকোনা, বাংলাদেশ ৪) জাকিরা, বাড়ি-কিশোরগঞ্জ, বাংলাদেশ ৫) মোহাম্মদ মমিনুল হক, বাড়ি-নোয়াখালী, বাংলাদেশ ৬) জাকারিয়া, বাড়ি-নেত্রকোনা, বাংলাদেশ।
জিরানিয়া থানার ওসি তাপস দাস জানিয়েছেন, সমস্ত অভিযুক্ত কীভাবে ভারতে এসেছে এবং কী কারণে এসেছে, তা খুঁজে বের করার চেষ্টা করবে পুলিশ।
তবে প্রতিদিন যেভাবে বাংলাদেশি নাগরিকরা ভারতের সীমান্ত অতিক্রম করছে, তা ভারতের নিরাপত্তা ও সাধারণ জনজীবনের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে, দুর্বল শাস্তির বিধানের কারণে অনুপ্রবেশ নিয়ন্ত্রণে আসছে না। এই ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে কঠোর শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।
What's Your Reaction?