ভারতরত্ন সংঘ ক্লাবের ঘর ভেঙ্গে দেবে প্রশাসন, উশৃংখলতার স্থায়ী সমাধানের উদ্যোগ

দুর্গা প্রসন্ন দেব খুনের প্রভাবে ভারতরত্ন সংঘ ক্লাবের ঘর ভেঙ্গে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

Jul 10, 2024 - 04:14
 0  69
ভারতরত্ন সংঘ ক্লাবের ঘর ভেঙ্গে দেবে প্রশাসন, উশৃংখলতার স্থায়ী সমাধানের উদ্যোগ
সরকারি ভূমিতে তৈরি ভারতরত্ন সংঘ ক্লাব ঘর ভেঙ্গে দেওয়ার উদ্যোগ নিল প্রশাসন।

দ্যা ফ্যাক্ট :- অপরাধের আঁতুর ঘরে পরিণত হওয়া ভারতরত্ন সংঘ ক্লাবের ঘর ভেঙ্গে দেওয়ার উদ্যোগ গ্রহণ করল প্রশাসন। এই ক্লাবের সম্পাদক খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই মূলত এই উদ্যোগ। যদিও সরকারি ভূমি দখল করে এই ক্লাবের ঘর গড়ে তোলায় তা ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক ডঃ বিশাল কোমার। তবে পুলিশের তরফ থেকেই এই ক্লাবের জমি সংক্রান্ত অবস্থান প্রশাসনের কাছে জানতে চাওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।

                    ঊষাবাজারের ভারতরত্ন সংঘ ক্লাব মাফিয়া, নিগু বাণিজ্য এবং সমাজ দ্রোহী দের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছিল তা ইতিমধ্যেই প্রমাণিত। তাঁদের সদস্যদের মধ্যে সরাসরি সংঘর্ষ, হুমকি এমনকি খুনের ঘটনা পর্যন্ত প্রকাশ্যে এসেছে। তবে এইসবের পেছনে সেই আমল থেকে শুরু করে এই আমল পর্যন্ত রাজনৈতিক ছত্রছায়ার ব্যাপার পরিলক্ষিত হয়েছিল। সর্বশেষ এই ক্লাবের সম্পাদক খুন হওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ এবং সাধারণ প্রশাসন। পুলিশের তরফ থেকে দুর্গা প্রসন্ন খুন কাণ্ডে তদন্ত করতে গিয়ে এই ক্লাব সম্পর্কিত বিভিন্ন তথ্য পুলিশে কাছে উঠে এসেছে। এমনকি ক্লাব সদস্যও গ্রেফতার হয়েছেন এই মামলায়। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই সদর মহকুমা প্রশাসনের তরফ এক নির্দেশিকা জারি করা হয়েছে সোমবার। যাতে উল্লেখ করা হয়েছে আগামী ৭ দিনের মধ্যে এই ক্লাব ঘর নিজেদের তরফে ভেঙ্গে দিতে হবে। না হলে প্রশাসনের তরফে এই ক্লাব ঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। এটা পরিষ্কার ঊষাবাজারের উৎশৃংখল এবং মাফিয়া তাণ্ডব সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যেই ভারতরত্ন সংঘ ক্লাবের ঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 তবে ভারতরত্ন সংঘের প্রয়াত সম্পাদক দুর্গা প্রসন্ন দেবের খুনকাণ্ডের সাথে জড়িত মূল অভিযুক্তকে অধরা রেখে এই উদ্যোগ বাস্তবায়নের পর আখেরে পরিস্থিতি কতটা স্বাভাবিক হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow