২৭ বছরে ইতিহাস গড়লেন রিতিকা, বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম নারী চালক
বন্দে ভারতের দায়িত্বভার সামলে ইতিহাস গড়লেন রিতিকা টির্কি।

দ্যা ফ্যাক্ট :- রিতিকা টির্কি, মাত্র ২৭ বছর বয়সে বন্দে ভারত এক্সপ্রেসের চালক হয়ে দেশের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছেন। রিতিকা ঝাড়খণ্ডের গুমলা জেলার বাসিন্দা, এবং তার সাফল্য বহু মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
তিনি বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম নারী চালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রিতিকা টির্কি রেলের ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণ গ্রহণ করে তার ক্যারিয়ার শুরু করেন, এবং কয়েক বছরের মধ্যেই তিনি তার দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পান। ভারতীয় রেলে মহিলা চালকদের সংখ্যা তুলনামূলকভাবে কম, এবং রিতিকার এই অর্জন রেলের মতো পুরুষশাসিত একটি ক্ষেত্রে নারীদের সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে।
রিতিকার এই যাত্রার পেছনে কঠোর অধ্যবসায় এবং পরিবারের অবিরাম সমর্থন কাজ করেছে। তার পরিবার সবসময় তাকে উৎসাহ দিয়ে এসেছে, এবং রিতিকাও তার লক্ষ্যে অটল থেকেছেন। বন্দে ভারত এক্সপ্রেস পরিচালনা করা সহজ কাজ নয়, এবং অত্যন্ত উচ্চমানের প্রযুক্তিগত দক্ষতা ও তীক্ষ্ণ মনোযোগের প্রয়োজন হয়। এই চ্যালেঞ্জ মোকাবিলা করেই রিতিকা তার কাজ সম্পন্ন করেন।
এই ঘটনা শুধুমাত্র রিতিকার জন্যই নয়, বরং সমগ্র দেশের নারীদের জন্য একটি গর্বের বিষয়। রিতিকার মতো নারীরা প্রমাণ করছেন যে, সব ক্ষেত্রেই মহিলারা সমানভাবে দক্ষ এবং যে কোনও ধরনের চ্যালেঞ্জ নিতে সক্ষম।
What's Your Reaction?






