হেজামারায় আক্রান্ত BJP, পুলিশের মামলা দায়ের, বিক্ষোভ মিছিল ভাজপার
হেজামারায় বিজিবি দুই কর্মীকে মারধরের ঘটনায় মোট ১০ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সিধাই থানাতে। পাশাপাশি এই ঘটনায় আক্রান্ত হয়েছেন সিধাই থানার ওসি অজিত কান্তি চাকমা। যার ফলে পুলিশের তরফেও একটি শতপ্রণোদিত মামলা গ্রহণ করা হয়েছে। বিজেপির তরফে হেজামারাতে করা হয়েছে বিক্ষোভ মিছিল।
দ্যা ফ্যাক্ট :- বিজেপির দলীয় কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে বুধবার রাতে হেজামারায় বিজেপির দুই সমর্থককে আক্রমণ করার অভিযোগ উঠল তিপ্রা মাথার বিরুদ্ধে। বর্তমানে আহত দুজন জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আহত হয়েছেন সিধাই থানার ওসি। মোট ১০ অভিযুক্তির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বিজেপির তরফে। পাশাপাশি পুলিশ একটি শত প্রণোদিত মামলা গ্রহণ করেছে। হেজামারাতে হয়েছে বিজেপির বিক্ষোভ মিছিল।
বুধবার রাতে হেজামারায় বিজেপির দুই কর্মীকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে তিপ্রা মথার বিরুদ্ধে। হেজামারাতে বিজেপির দলীয় কার্যালয়ে নির্মাণ কাজ শুরুকে কেন্দ্র করে এই আক্রমণ বলে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। বুধবার রাতে অতর্কিত এই হামলায় আহতরা বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা ঘটনাস্থলে উপস্থিত থেকে এই ঘটনার প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা। বৃহস্পতিবার হেজামারাতে হয়েছে বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সদর গ্রামীণ জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, সম্পাদক বিপিন দেববর্মা, মন্ডল সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে হেজামারা এলাকায় করা হয়েছে বিক্ষোভ মিছিল। এদিন রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষু প্রদর্শন করা হয়েছে বিজেপির তরফে। অতিসত্বর অভিযুক্তদের গ্রেফতার করার দাবি করা হয়েছে এই বিক্ষোভ কর্মসূচি থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে হেজামারা বাজারে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত।
What's Your Reaction?