দেবেন্দ্র নগরে MBB কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন ও মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক শিবির
MBB কলেজ অ্যালামনি এসোসিয়েশন দেবেন্দ্র নগর গ্রামকে উন্নত করতে মৌ স্বাক্ষর করে
দ্যা ফ্যাক্ট:-দেবেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। মোহনপুর মহকুমা প্রশাসন ও এমবিবি কলেজ অ্যালামনি এসোসিয়েশনের উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দেবেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে এলাকার মানুষকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি এলাকার মানুষকে স্বাস্থ্যপরিসেবা প্রদান করার জন্যও অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য শিবির। এদিনের এই প্রশাসনিক শিবিরের মধ্য দিয়ে এলাকার মানুষকে আধার কার্ড, রেশন কার্ড, সহ বিভিন্ন নথিপত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়াও এমবিবি কলেজের অ্যালামনি এসোসিয়েশন দেবেন্দ্রনগর গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মৌ স্বাক্ষর করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে। অ্যাসোসিয়েশন এই গ্রামে ব্যাংকিং পরিষেবা, স্বাস্থ্য বিষয়ক পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার মাধ্যমে এই গ্রামটিকে উন্নত করার জন্য উদ্যোগ নেবে বলে জানিয়েছেন এসোসিয়েশনের সম্পাদক ডঃ গৌতম সাহা।এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুভাষ দত্ত, এমবিবি কলেজের প্রিন্সিপাল নির্মল ভদ্র, বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন পূজা মালাকার, সহ অন্যান্যরা
।
What's Your Reaction?