ফটিকছড়ায় হবে ভারতবর্ষের প্রথম বাঁশ ভিত্তিক কলেজ, হয়ে গেলো শিলান্যাস

ত্রিপুরার বাঁশ শিল্পকে শিক্ষাঙ্গনের গন্ডিতে নিয়ে আসতে শুরু হতে যাচ্ছে কাঠিয়া বাবা কলেজ অফ ব্যাম্বু টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট।

Dec 11, 2024 - 23:59
 0  12
ফটিকছড়ায় হবে ভারতবর্ষের প্রথম বাঁশ ভিত্তিক কলেজ, হয়ে গেলো শিলান্যাস
ফটিকছড়ায় কাঠিয়া বাবা কলেজ অফ ব্যাম্বু টেকনোলজি এন্ড ম্যানেজমেন্টের শিলান্যাস করলেন অতিথিরা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- ভারতবর্ষে এই প্রথম বাঁশ ভিত্তিক কলেজ হতে যাচ্ছে ত্রিপুরায়। ফটিকছড়ায় শিলান্যাস হয়ে গেল কাঠিয়া বাবা কলেজ অফ ব্যাম্বু টেকনোলজি এন্ড ম্যানেজমেন্টের। মন্ত্রী বৃষ কেতু দেববর্মা আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করলেন বুধবার। এই কলেজে রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়াশুনা করতে আসবে বলে আশা ব্যক্ত করা হয়েছে উদ্যোক্তাদের তরফে।

                সিমনার কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি পরিচালিত কাঠিয়া বাবা মিশন স্কুল কাতলামারার গুন্ডি পেরিয়ে মোহনপুর, ধর্মনগর এবং রাজ্যের বাইরে ইতিমধ্যে পথ চলা শুরু হয়েছে। এবার শুরু হতে যাচ্ছে কলেজ। কাঠিয়ে বাবা চ্যারিটেবল সোসাইটির সেক্রেটারি মান্না রায় বলেন বাশভিত্তিক এই কলেজ গোটা ভারতবর্ষে এই প্রথম হতে যাচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে এই কলেজ থাকলেও ভারতবর্ষে বাঁশ ভিত্তিক কোন কলেজ নেই। আগামী ১০ থেকে ১২ বছরের মধ্যে ইউনিভার্সিটি করার ও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মান্না রায়। 

অন্যদিকে বৃষ কেতু দেববর্মা বলেন কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি যেভাবে কাজ করছে তার প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন এই প্রতিষ্ঠান আগামী দিনের খুব ভালোভাবে পরিচালনা করার ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে তিনি এগিয়ে আসবেন। তিনি রাজ্যের ছেলেমেয়েদের আহ্বান করেছেন সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাতে এগিয়ে আসতে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, রাজ্যের প্রাক্তন আইজিপি বিকে রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow