স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার, দ্বিতীয় সন্তান নিতে অস্বীকার করার কারণকে দায়ী করল স্ত্রী
নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে দুই পরিবারের অভিযোগ পাল্টা অভিযোগ
দ্যা ফ্যাক্ট:-"দ্বিতীয় সন্তান নিতে চেয়েছিল। ইন্সুরেন্স করার জন্য আমার গহনা বিক্রি করতে চেয়েছিল। আমি স্বীকার করি"। রানী বাজারছ বিশ্বজিৎ সাহার মৃত্যুকে কেন্দ্র করে এই কারণগুলো সামনে আনলেন তার স্ত্রী কথাকলি চৌহান। কিন্তু এই যুক্তিগুলোর গ্রহণযোগ্যতা কতটা রয়েছে তানিয়ে উঠছে প্রশ্ন।
শুক্রবার রানীর বাজারের ধান চৌমুহনি স্হিত ভাড়া বাড়ি থেকে বিশ্বজিৎ সরকার (৩২) নামে এক যুবকের ঝুন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনা সংঘটিত হওয়ার সময় ঘরে ছিল তার স্ত্রী কথাকলি চৌহান। মৃত্যুর কারণ সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্ত্রী কথাকলি চৌহান জানান তার স্বামী বিশ্বজিৎ সরকার চাইছিল দ্বিতীয় সন্তান নিতে। কিন্তু তাতে অসন্মতি প্রকাশ করে সে। অন্যদিকে কথাকলির গহনা বিক্রি করে ইন্সুরেন্স করার ইচ্ছা প্রকাশ করেছিল বিশ্বজিৎ। কিন্তু তাতেও সম্মতি প্রকাশ করে কথাকলি। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে তার সাথে মতের অমিল চলছিল বেশ কিছুদিন যাবৎ। এই সমস্ত কারণকে মৃত্যুর পেছনে দায়ী করলেন শ্রীমতি চৌহান।
অন্যদিকে বিশ্বজিৎ সরকারের পরিবারের তরফে পাল্টা অভিযোগ করা হয় তাঁর স্ত্রীর চলাফেরাকে কেন্দ্র করে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল বিশ্বজিৎ। এমনকি স্বামী সন্তানকে একা রেখে বহিঃরাজে যাওয়ার বিষয় কেউ বিশ্বজিতের মানসিক অশান্তির কারণ হিসেবে দায়ী করেছে পরিবারের লোকেরা। এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই রানীবাজার থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার গ্রহণ করে তদন্ত শুরু করেছে। তবে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য মৃত্যুর পেছনে যে একটা বড় কারণ লুকায়িত রয়েছে তা সহজেই ধারণা করা হচ্ছে।
What's Your Reaction?