স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই শিশু কন্যার
বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুজন শিশু কন্যার। মর্মান্তিক এই ঘটনায় এলাকার শোকের ছায়া।

দ্যা ফ্যাক্ট : বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই শিশু কন্যার। মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে সিমনা বিধানসভার অন্তর্গত রামশঙ্কর জুমিয়া পাড়ায়। রবিবার দুপুরে অন্যান্যদের সাথে পুকুরে স্নান করতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরল পিয়ালী দেববর্মা (৯) এবং প্রিয়াঙ্কা দেববর্মা (৮)।
অন্যান্য দিনের মতো রবিবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল গ্রামের কচিকাঁচারা। প্রতিদিন স্নানের পাশাপাশি পুকুরের জলে খেলায় মেতে উঠে ছোট ছোট ছেলেমেয়েরা। এই দিন দলবেঁধে পুকুরে স্নান করার সময় হঠাৎ দুটি শিশু কন্যা জলের তলিয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা আর জলের উপর ওঠেনি। শুরু হয় খোঁজাখুঁজি। অন্যান্য শিশুদের পাশাপাশি বড়রাও শিশুদের উদ্ধার করতে জলের নামে। অবশেষে জলের নিচ থেকে পিয়ালী ও প্রিয়াংকাকে উদ্ধার করা হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে দুজনকে কাতলামার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। সন্তানের মৃত্যুর খবর শুনতে পেয়ে বাবা মার বুকফাটা চিৎকারে চোখ ভিজে উঠেছে প্রতিবেশীদের। একই গ্রামের দুটি শিশু কন্যার মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে।
What's Your Reaction?






