সোনাই বাজারে যাত্রী সেডের উদ্বোধন এবং খেলার সামগ্রী বিতরণ

স্থানীয়দের সমস্যা দূরীকরণে যাত্রী সেডের উদ্বোধন ও খেলার সামগ্রী বন্টন বলে দাবি করেন EM

Jan 1, 2024 - 05:34
Jan 1, 2024 - 05:35
 0  19
সোনাই বাজারে যাত্রী সেডের উদ্বোধন এবং খেলার সামগ্রী বিতরণ
আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নবনির্মিত যাত্রী সেডের উদ্বোধন করেন ইএম ও বিধায়ক। ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট:-সিমনা বিধানসভার সোনাই বাজারে শোমলি হাতিতে টিটিএএডিসির অর্থানুকূল্যে নবনির্মিত যাত্রীসেডে উদ্বোধন হয় রবিবার। ফিতা কেটে উদ্বোধন করলেন টিটিএএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা এবং সিমনা কেন্দ্রে বিধায়ক বৃষকেতু দেববর্মা। এই দিন এলাকার যুবশক্তিকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করতে বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়।

                 সোনাই বাজার থেকে বহু মানুষ প্রতিদিন আগরতলা যাতায়াত করেন। গাড়ির জন্য অপেক্ষা করতে রোদ বৃষ্টি মাথায় নিয়ে। বহু বছর আগে এই এলাকায় একটি যাত্রী সেড থাকলেও সেটি ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। এলাকার এমডিসি তথা টিটিএএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা উদ্যোগ গ্রহণ করেন এই এলাকাতে একটি যাত্রী সেড নির্মাণ করতে। তারই অঙ্গ হিসেবে এদিন এই যাত্রী সেড উদ্বোধন করা হয়। অন্যদিকে হেজামারা ব্লক এলাকার প্রায় সব কটি এডিসি ভিলেজ এলাকার যুবক-যুবতীদের বিভিন্ন খেলার সামগ্রী প্রদান করা হয় এই দিন। নেশার জগত থেকে যুব সমাজ সরে এসে খেলাধুলার মাধ্যমে সুস্থ-সবল দেহের অধিকারী হতে পারে তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান রবীন্দ্র দেববর্মা। অন্যদিকে ইন্ডাস্ট্রি এলাকাতেও ছেলেমেয়েদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে এদিন। আগামী দিনে সিমনা বিধানসভা এলাকার এডিসি ভিলেজের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও এইভাবে খেলার সামগ্রী দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিপ্রামোথা দলের সিমনা ব্লক কমিটির সভাপতি নির্মল দেববর্মা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow