আগরতলায় নিষ্ঠাবান সাফাই কর্মীদের কাছে হার মানলো বৃষ্টি

বৃষ্টিতেই দুর্গন্ধ মাখা আবর্জনা কাঁধে দায়িত্ব পালন আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের

Aug 7, 2023 - 04:36
 0  48
আগরতলায় নিষ্ঠাবান সাফাই কর্মীদের কাছে হার মানলো বৃষ্টি

সুমন মহলানবীশ,দ্যা ফ্যাক্ট :-দিনভর বৃষ্টিমাখা আহ্লাদে পরিবেশে ছুটির আমেজ নিয়ে যখন ভাজা, খিচুড়ি আর এলাচি লেবুতে চেটেপুটে খাওয়ার মরশুম, তার বিপরীত কূলে ভারী বৃষ্টিকে গায়ে মেখে আগরতলা শহরের আবর্জনা সাফাইয়ে ব্যস্ততা দেখা গেল সাফাই কর্মীদের। এই প্রাকৃতিক দুর্যোগে নিজ দায়িত্বে অবিচল থেকে ঘাম ঝড়িয়ে দুর্গন্ধ গায়ে মেখে সাফাই কর্মীরা বার্তা দিলেন সরকারি টাকায় নিষ্ঠাবান কর্মী হওয়ার।

               মাথার উপর ফ্যান চালিয়ে সরকারি দপ্তরের বাবুরা দুপুরের ভুরিভোজের পর যখন পান চিবুতে আর সুখ টান দিতে আধ ঘন্টা অতিরিক্ত সময় ফাঁকিবাজিতে ব্যয় করেন, ঠিক তখন বহু প্রতীক্ষিত জনতা ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে সময় কাটান। যারা সরকারের কাছ থেকে প্রয়োজনের চাইতে মোটা মাইনে নিয়ে সঠিক পরিষেবা দিতে কার্পণ্য করেন তাদের কপালে ঝামা ঘষে দিয়ে দায়িত্ব পালন কাকে বলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আগরতলা পুর নিগমের সাফাই কর্মীরা। সামান্য কিছু টাকার বিনিময়ে যারা প্রতিদিন শহরটাকে সুন্দর,পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সমস্ত আবর্জনা নিজ কাঁধে তুলে নিয়ে যান, উনারা রবিবারের দিনভর বৃষ্টিতে দায়িত্ব পালনে বিন্দুমাত্র পিছুপা হননি। রবিবার আগরতলা শহরের বিভিন্ন ডাস্টবিন থেকে নোংরা আবর্জনা সংগ্রহ করতে দেখা গেল পুরনিগমের সাফাই কর্মীদের। এই দৃশ্য নেহাতই কোন বিরল ঘটনা নয়। প্রতিদিন পথ চলতি মানুষ এদের দেখে আসছেন। কিন্তু রবিবার প্রবল বৃষ্টিপাতে ইচ্ছে করলেই ফাঁকিবাজ কর্মচারীদের তালিকায় নিজেদের নাম যুক্ত করতে পারতেন এই সাফাই কর্মীরা। কিন্তু মেহনতী মানুষ বলে কথা। যাদের গায়ে এখনো বেঈমানদের দাগ লাগেনি, যারা এখনো নিষ্ঠার সঙ্গে কাজের সময়টাকে ব্যবহার করেন তাদের মূল্যায়ন হয়তো এখনো সঠিকভাবে হয়নি। রবিবার সাফাই কর্মীদের বৃষ্টি ভিজে দায়িত্ব পালনের দৃশ্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ধন্যবাদ জানিয়েছেন সাফাই কর্মীদের। কিন্তু সামাজিক ভাবে এই সাফাই কর্মীদের উপযুক্ত সম্মান এবং ভালোবাসা এখনো বকেয়া রয়ে গেল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow