সীমান্ত রক্ষী বাহিনীর হাতে আত্মসমর্পণ NLFT(বিশ্ব মোহন)-র এক সন্ত্রাসবাদী
বিচ্ছিন্নতাবাদীর পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলো উদয় মানিক জমাতিয়া
দ্যা ফ্যাক্ট:-আবারও সীমান্ত রক্ষী বাহিনীর কাছে আত্মসমর্পণ করলো এক সন্ত্রাসবাদী। রবিবার ধলাই জেলার ছামনু বিওপিতে আত্মসমর্পণ করে উদয় মানিক জমাতিয়া নামে এক সন্ত্রাসবাদী। সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা এদিন তাঁকে স্বাভাবিক জীবনে স্বাগত জানান।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে গোমতী জেলার তুলসি রামবাড়ী গ্রামের উদয় মানিক জমাতিয়া নিষিদ্ধ ঘোষিত এনএলএফটি (বিশ্ব মোহন) গোষ্ঠিতে যোগ দিয়েছিল। বেশ কয়েক মাস যাবত সন্ত্রাসবাদী গোষ্ঠীর সাথে জড়িত ছিল সে। রবিবার সীমান্ত রক্ষী বাহিনীর কাছে আত্মসমর্পণ করে উদয় মানিক। যদিও আত্মসমর্পণের সময় কোন আগ্নেয়াস্ত্র জমা দিতে পারেনি এই বৈরী। এদিনের এই আত্মসমর্পণ কর্মসূচিকে কেন্দ্র করে সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা আশা ব্যক্ত করেন আগামী দিনে উদয় মানিক জমাতিয়া স্বাভাবিক জীবন যাপন করবেন বলে।
What's Your Reaction?