কাতলামারায় IAAS- পদে পদোন্নতি পাওয়া ৩ আধিকারিককে সংবর্ধনা ও শীত বস্ত্র, বাইসাইকেল বিতরণ

কাঠিয়া বাবা গুরু কুলম সেবা ট্রাস্ট সহযোগিতার হাত নিয়ে দুস্থদের দুস্থদের পাশে

Jan 9, 2024 - 02:42
 0  41
কাতলামারায় IAAS- পদে পদোন্নতি পাওয়া ৩ আধিকারিককে সংবর্ধনা ও শীত বস্ত্র, বাইসাইকেল বিতরণ
বাঁশ গ্রামে সংবর্ধিত ৩ IAAS আধিকারিক। ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট:-রাজ্যের সদ্য আইএএস পদে পদোন্নতি পাওয়া ৩ আধিকারিককে সংবর্ধনা প্রদান করল কাঠিয়া বাবা গুরু কুলম সেবা ট্রাস্ট। পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র ও বাইসাইকেল বিতরণ করল সংস্থা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য।

সিমনা বিধানসভার কাতলামারা এলাকার বাঁশগ্রামে অনুষ্ঠিত হয়েছে এক সামাজিক কর্মসূচি। এদিন এলাকার দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র ও কম্বল। এছাড়াও তিনজনকে দেওয়া হয়েছে বাইসাইকেল।

এই কর্মসূচির পাশাপাশি সদ্য আইএএস হওয়া তিনজনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা প্রাপকরা হলেন রতন বিশ্বাস, রাখি বিশ্বাস এবং উত্তম মন্ডল। এদিন এই তিন আধিকারিক কিভাবে এই সাফল্যের শিখরে পৌঁছেছেন সে সমস্ত বিষয়ে বিস্তারিত কথা বলেন। এই অনুষ্ঠানের সূচনা করে জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য উদ্যোক্তাদের এই আয়োজনের ভূয়সি প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাকুমা শাসক সুভাষ দত্ত, বিশিষ্ট নাগরিক মদন সাহা এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow