বাতিল হল NCTE পরীক্ষা, কর্তৃপক্ষের ভূমিকায় নিরাশ পরীক্ষার্থীরা
ভিডিও দেখতে নিচে Click Here To see More - এ ক্লিক করুন।

দ্যা ফ্যাক্ট :- বাতিল হল এনসিটিই পরীক্ষা। বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা আগরতলায় এসেছিল এই পরীক্ষায় বসার জন্য। যথাসময়েই হলে প্রবেশ করলেও হয়নি পরীক্ষা। কর্তৃপক্ষের তরফে স্পষ্টভাবে কোন ধরনের স্পষ্টিকরণ দেওয়া হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে। ফলে ক্ষোভ প্রকাশ করল পরীক্ষার্থী সহ অভিভাবকরা।
পূর্ব ঘোষণা মোতাবেক সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও বুধবার দুপুর দুইটা থেকে এনসিটিই পরীক্ষা হওয়ার কথা ছিল। যথা সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা এসে হাজির হয়েছিল পরীক্ষার বসার জন্য। নির্দিষ্ট সময়ের ঘন্টা খানেক আগে শিক্ষার্থীদের হলে প্রবেশ করানো হয়। কিন্তু যথাসময়ে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়নি বলে অভিযোগ। অনলাইন হওয়ার কথা ছিল এই পরীক্ষা। এরমধ্যে কয়েকজনের পরীক্ষা শুরু হলেও বেশিরভাগ শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়নি। যদিও নির্দিষ্ট সময়ে যাদের পরীক্ষা শুরু হয়েছিল তাঁদেরও পরীক্ষা বন্ধ হয়ে যায় বলে জানায় শিক্ষার্থীরা। এইদিন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পুনরায় এই পরীক্ষা হতে পারে। কিন্তু কি কারনে এদিন পরীক্ষা হয়নি সেই বিষয়ে কোন ধরনের স্পষ্টিকরণ দেয়নি কর্তৃপক্ষ।
What's Your Reaction?






