বিশ্ব ফটোগ্রাফি দিবসে ছবি প্রদর্শনীর সূচনা করলেন মুখ্যমন্ত্রী

ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ব ফটোগ্রাফি দিবসে ৩ দিন ব্যাপী ছবি প্রদর্শনীর সূচনা।

Aug 20, 2024 - 01:56
 0  19
বিশ্ব ফটোগ্রাফি দিবসে ছবি প্রদর্শনীর সূচনা করলেন মুখ্যমন্ত্রী
ফটো এক্সিবিশনের সূচনা করে ক্যামেরা হাতে মুখ্যমন্ত্রী।

দ্যা ফ্যাক্ট : বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এক চিত্র প্রদর্শনী আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। 

                বিশেষ করে সংবাদ সংক্রান্ত ছবির পেছনে ছুটতে গিয়ে কখনো কখনো ফটোগ্রাফারের শৈল্পিক চিন্তাভাবনায় লেন্স বন্দি হওয়া ছবিগুলোর আত্মপ্রকাশ হয় না। ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসো সূচনা লগ্ন থেকেই বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে এই ধরনের চিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে। এই সুযোগে বিশেষ করে চিত্র সাংবাদিকরা তাদের তোলা বিশেষ ছবিগুলো প্রদর্শিত করে। এবারের থিম "অকালবোধন"। এই বছর মোট ৭৬ টি ছবি প্রদর্শিত হয়েছে। মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর সূচনা করে প্রত্যেকটা ছবি ঘুরে দেখেছেন। প্রশংসা করেছেন এই ধরনের আয়োজন এবং ছবির। নিজেও এদিন ক্যামেরা হাতে ছবি তোলার আমেজ উপভোগ করলেন। এই প্রদর্শনীতে অত্যন্ত পুরানো এবং ঐতিহ্যপূর্ণ বেশ কিছু ক্যামেরা প্রদর্শনী করা হয়েছে। আগামী ২১ আগস্ট পর্যন্ত সকাল ১১ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে প্রদর্শনী। উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ত্রিপুরার উপাচার্য ডঃ রতন কুমার সাহা,অ্যাসোসিয়েশনের সভাপতি প্রলজিৎ পাল, সম্পাদক অভিষেক সাহা সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow