"দল মতের ঊর্ধ্বে উঠে উন্নয়ন হচ্ছে দেশে"দেবেন্দ্রনগরে বললেন প্রতিমা ভৌমিক

বিকশিত ভারত সংকল্প যাত্রা এই কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি সুবিধা লাভ করে দেবেন্দ্রনগর বাসী

Jan 3, 2024 - 03:20
Jan 4, 2024 - 23:57
 0  20
"দল মতের ঊর্ধ্বে উঠে উন্নয়ন হচ্ছে দেশে"দেবেন্দ্রনগরে বললেন প্রতিমা ভৌমিক
দেবেন্দ্রনগর পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক। ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট:-"দেশের সমস্ত অংশে মানুষের জন্য সমানভাবে কাজ করার সুযোগ করে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী মোদীজি। এই সুযোগ আমাদের প্রত্যেকের গ্রহণ করতে হবে"। মঙ্গলবার দেবেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচিতে উদ্বোধন করে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক।

                    বামুটিয়া ব্লকের অন্তর্গত দেবেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি নথিপত্র প্রদানের পাশাপাশি সরকারি প্রকল্প পৌঁছে দেওয়া হয় তাঁদের হাতে। এই কর্মসূচির উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক বলেন দেশের প্রধানমন্ত্রী চাইছেন ২০৪৭ সালের মধ্যে ভারতবর্ষকে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে। সেই লক্ষ্যকে সামনে রেখে দেশের প্রত্যেকটা বাড়িতে জল, বিদ্যুৎ, খাদ্য, ঘর পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি জনগণের প্রতি আহ্বান রাখেন সরকার যে সমস্ত সুযোগ-সুবিধা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করেছে একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকে এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করার জন্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধনদাস এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow