সরকারি ন্যায্য মূল্যের দোকানে চিনি, ময়দা ও সুজি প্রদানের সূচনা করলেন মন্ত্রী

পূর্ব ঘোষণা অনুযায়ী, সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে বিনামূল্যে উৎসবের মরশুমে চিনি, ময়দা এবং সুজি সরবরাহ শুরু হয়েছে।

Oct 3, 2024 - 21:38
Oct 3, 2024 - 21:39
 0  23
সরকারি ন্যায্য মূল্যের দোকানে চিনি, ময়দা ও সুজি প্রদানের সূচনা করলেন মন্ত্রী
কৃষ্ণনগরে, সরকারি ন্যায্য মূল্যের দোকানে চিনি, ময়দা এবং সুজি গ্রাহকদের হাতে তুলে দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ছবি: নিজস্ব

দ্যা ফ্যাক্ট : রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে উৎসবের মরশুমে কার্ড পিছু এক কিলো চিনি, ২ কিলো ময়দা এবং ৫০০ গ্রাম সুজি প্রদান করা হবে। বৃহস্পতিবার, সরকারি ন্যায্য মূল্যের দোকানে এই খাদ্য সামগ্রীগুলো ভোক্তাদের হাতে তুলে দিয়েছেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি, চিনির মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে বিরোধীদের সমালোচনারও জবাব দিয়েছেন তিনি।

রাজ্য সরকারের তরফে উৎসবের মরশুমে সমস্ত কার্ড হোল্ডারদের বিনামূল্যে ময়দা, চিনি এবং সুজি প্রদান করার সিদ্ধান্তকে কেন্দ্র করে কংগ্রেস অভিযোগ করেছে যে গ্রাহকদের 'টুপি পরানো' হচ্ছে। তাদের অভিযোগ, চিনির মূল্য বৃদ্ধি করে, সেই ঘাটতি পূরণ করার উদ্দেশ্যে ময়দা, সুজি এবং চিনি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার, কৃষ্ণনগরের একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রীগুলো গ্রাহকদের হাতে তুলে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মন্ত্রী জানান, সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং ইতিমধ্যে বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানে চিনি, ময়দা এবং সুজি প্রদান শুরু হয়েছে। চিনির মূল্য বৃদ্ধি হয়েছে, তবে সেটি গোটা ভারতেই হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ত্রিপুরাতেও একইভাবে দাম বৃদ্ধি পেয়েছে এবং এটি কোনো একক সিদ্ধান্ত নয়। মন্ত্রী বিরোধীদলকে দোষারোপ করে বলেন, তারা নোংরা রাজনীতি করার উদ্দেশ্যে বিষয়টি মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করছে। সরকার ভবিষ্যতেও উৎসবের মরশুমে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow