অঙ্কনে কৃতিদের স্কলারশিপ ও পুরস্কার প্রদান
ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে অঙ্কনে কৃতিদের স্কলারশিপ ও পুরস্কার প্রদান করা হয়েছে। পাশাপাশি শিল্পীদের দেওয়া হয়েছে সংবর্ধনা। আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান।
দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতায় কৃতিদর কলারশিপ ও পুরস্কার প্রদান করা হয়েছে। আগরতলা প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা।
শনিবার ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে অঙ্কনে কৃতিদের স্কলারশিপ এবং পুরস্কার দেওয়া হয়েছে উপাধ্যক্ষের হাত ধরে। পাশাপাশি শিল্পীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে এই দিন। সংগঠনের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত শিল্পীরা নিজেদের ভালোভাবে তুলে ধরতে পেরেছে উনাদের সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সংগঠনের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি এই ধরনের উদ্যোগ আগামী দিনে যাতে বাণিজ্যিক রূপ নানেয় তার আহ্বান রাখেন রামপ্রসাদ পাল।
What's Your Reaction?