আমবাসায় আটক ২০৪০ কিলো গাঁজা, ধর্মনগরে ৭০০০ ইয়াবা, পুলিশকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আমবাসা ও ধর্মনগরে ২ কোটি ৩৯ লক্ষ টাকার নেশা সামগ্রী আটক

Jan 10, 2024 - 03:25
 0  30
আমবাসায় আটক ২০৪০ কিলো গাঁজা, ধর্মনগরে ৭০০০ ইয়াবা, পুলিশকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর
আমবাসায় ব্যপক পরিমাণ গাঁজা উদ্ধার করলো পুলিশ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:-এযাবৎকালে নেশা বিরোধী অভিযানে বিশাল সাফল্য পেল রাজ্য পুলিশ। আমবাসায় আটক করা হয়েছে ২০৪০ কিলো অবৈধ শুকনা গাঁজা। ধলাই জেলার পুলিশ সুপার অভিনাশ রাই বলেন পুলিশ, সিআরপিএফ এবং আসাম রাইফেলস যৌথভাবে গোপন খবরের ভিত্তিতে এই সাফল্য অর্জন করেছে। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৪ লক্ষ টাকা। অন্য দিকে ধর্মনগরে আটক করা হয়েছে ৭০০০ ইয়াবা নেশার টেবলেট।তার বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ্য টাকা।

                 নেশা মুক্ত রাজ্য গড়ে তুলতে ইতিমধ্যেই রাজ্য পুলিশের আধিকারিক স্তরে জোড় তৎপরতা শুরু হয়ে গিয়েছিল। সিআরপিএফ, টিএসআর, বিএসএফের পাশাপাশি আসাম রাইফেলসের সাথে যৌথভাবে নেশার বিরোধী অভিযান করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা গৃহীত হয়েছিল। মঙ্গলবার আমবাসায় আগে থেকেই উৎ পেতে বসেছিল পুলিশ। এরই মধ্যে রাবার বোঝাই একটি লড়িতে তল্লাশি চালিয়ে হতবাক পুলিশ। জেলার পুলিশ সুপার অভিনাশ রাই জানান এদিন আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল এই ব্যাপক পরিমাণ অবৈধ নেশা সামগ্রী এই এলাকা দিয়ে বহিঃরাজ্যে যাবে। সেই খবরের ভিত্তিতে পিবি ১৩ বিসি ৯৩৩৯ নম্বরের লরিটি আটক করে তার ভেতর থেকে রাবারের নিচে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করে পুলিশ। অন্যদিকে এই এলাকাতেই পৃথক আরেকটি অভিযানে দুটি গাড়িতে চতল্লাশি চালিয়ে মোট ৪১০ কিলো গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ৪১ লক্ষ টাকা। এই দিন ধলাই জেলার পুলিশ সুপার আরো বলেন ২০২১ সালে ধলাই জেলার পুলিশ ৩ কোটি টাকা ড্রাগস উদ্ধার করেছিল। ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটিতে এবং ২০২৩ সালে তা বৃদ্ধি হয়ে ৩৬ কোটিতে গিয়ে দাঁড়িয়েছিল বলে জানান তিনি। ধোলাই জেলা পুলিশের হাতে আটক হওয়া এই ড্রাগসের পরিমাণ এটা বুঝাতে যথেষ্ট রাজ্যে কি হারে ড্রাগসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া লড়ি চালক গুরদীপ সিংকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। 

অন্যদিকে ধর্মনগরে ৭০০০ হাজার ইয়াবা ট্যাবলেট আটক করে পুলিশ।যার বাজার মূল্য ৩৫ লক্ষ্য টাকা। নেশা বিরোধী অভিযানকে কেন্দ্র করে রাজ্য পুলিশকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নেশা কারবারিদের বিরুদ্ধে নিয়মিত এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow