লেফুঙ্গায় অবৈধ অস্ত্র ব্যবহারকারী কুখ্যাত মলেন্দ্র দেববর্মা গ্রেপ্তার
সরকারি আধিকারিকদের পিস্তল দেখিয়ে হুমকি প্রদানকারী মলেন্দ্র দেববর্মা গ্রেফতার।
দ্যা ফ্যাক্ট :- লেফুঙ্গা থানার পুলিশের হাতে অবৈধ অস্ত্র ব্যবহারকারী মলেন্দ্র দেববর্মা গ্রেপ্তার। গত জুন মাসে রাজঘাট এডিসি ভিলেজে সচিবসহ অন্যান্য আধিকারিকদের পিস্তল উচিয়ে খুন করার চেষ্টা করে সে। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে মলেন্দ্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
লেফুঙ্গা আরডি ব্লক এলাকার অন্তর্গত রাজঘাট এডিসি ভিলেজ এলাকার নিবাসী মলেন্দ্র দেববর্মা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেসে। ঘড় নির্মাণের একাধিক কিস্তির টাকা তার একাউন্টে দেওয়া হলেও সঠিক নিয়মে ঘর নির্মাণ করা হচ্ছে না বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই বাকি ইসটলমেন্ট আটকে দিয়েছে কর্তৃপক্ষ। কেন তার টাকা দেওয়া হচ্ছে না এই কৈফিয়ত চাইতে গিয়ে রাজঘাট এডিসি ভিলেজে আধিকারিকদের পিস্তল দেখিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে মলেন্দ্র। ঘটনার পর লেখুঙ্গা থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন যাবত সে পলাতক থাকায় তাকে জালে তুলতে পারেনি পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে সিধাই থানা এলাকার অন্তর্গত সুবল সিং এলাকায় গুলি করা এবং গাঁজা পাচারের দায়ে তার বিরুদ্ধে সিধাই থানাতে মামলা রয়েছে। সেই মামলায় জামিনে ছাড়া পেয়ে পুনরায় এই ঘটনা সংঘটিত করেছে। স্থানীয়দের দাবি তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।
What's Your Reaction?