স্বচ্ছতা নিয়ে মোহনপুর মহকুমা জুড়ে ব্যাপক আয়োজন,জানালেন SDM
"স্বচ্ছতাহী সেবা" এই কর্মসূচি অঙ্গ হিসেবে মোহনপুর মহকুমা জুড়ে স্বচ্ছতা অভিযানকে ঘিরে বিশেষ উদ্যোগ প্রশাসনের।
দ্যা ফ্যাক্ট :- স্বচ্ছতাই সেবা কর্মসূচির অন্তর্গত একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে মোহনপুর মহকুমা প্রশাসন। সমস্ত ব্লক এবং পুর পরিষদ এলাকাতে এক যুগে স্বচ্ছতার কর্মসূচি বাস্তবায়িত হবে। স্বচ্ছতা নিয়ে গড়ে তোলা হবে সচেতনতা। যুক্ত হবে শিক্ষার্থী থেকে শুরু করে আমলা এবং সাধারণ মানুষ। বৃহস্পতিবার মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানালেন মহকুমা শাসক সুভাষ দত্ত।
গোটা ভারতবর্ষে এই বছর স্বচ্ছতাহি সেবে এই কর্মসূচিকে সামনে রেখে বহু পরিকল্পনা গৃহীত হয়েছে সরকারের তরফে। তারি অঙ্গ হিসেবে মোহনপুর মহকুমা এলাকাতে আগামী ১৫ দিন যাবত গুচ্ছ প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। পাশে বৃক্ষরোপণ, বাজারের অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ সাফাই অভিযানের মাধ্যমে পরিবেশ পরিবর্তন করা, বিভিন্ন দপ্তর শিক্ষা প্রতিষ্ঠানে সাফাই অভিযান থেকে শুরু করে বিভিন্ন রেলি, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমস্ত পঞ্চায়েতে এক যুগে এই কর্মসূচি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন মহাকুমা শাসক সুভাষ দত্ত। পাশাপাশি আগামী ১ তারিখ গোটা ভারতবর্ষের পাশাপাশি মোহনপুর মহকুমাতেও এক ঘন্টা স্বচ্ছতার জন্য শ্রম দানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য, মোহনপুর ব্লকের বিডিও ধৃত শেখর রায়, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেব সহ অন্যান্যরা।
What's Your Reaction?