কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বাংলাদেশে রথ যাত্রার প্রথম দিন নির্বিঘ্নে সম্পন্ন

৪০০ বছরের পুরানো ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত বাংলাদেশ

Jun 21, 2023 - 06:06
Jun 21, 2023 - 18:33
 0  26
কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বাংলাদেশে রথ যাত্রার প্রথম দিন নির্বিঘ্নে সম্পন্ন
কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বাংলাদেশে রথ যাত্রার প্রথম দিন নির্বিঘ্নে সম্পন্ন

দ্যা ফ্যাক্ট, বাংলাদেশ:-রথযাত্রার প্রথম দিন সুষ্ঠু ভাবে সম্পন্ন হল বাংলাদেশে। কঠোর নিরাপত্তা বেষ্টনী মধ্য দিয়ে এইদিন দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রথযাত্রা ধর্মীয় অনুষ্ঠান মহা ধুমধামের সাথে পালন করা হয়। সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার মানুষ এইদিন পথে লটিয়ে পরে রথযাত্রা অংশগ্রহণ করেন। দেশের সরকার এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের উদ্যোগ নিয়েছে।
             বাংলাদেশে যেভাবে সনাতন ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় আচার-আচরণের উপর নির্মম অত্যাচার এনেছে ওই দেশের উশৃংখল এক গোষ্ঠী তাকে ঘিরে ইতিমধ্যেই গোটা পৃথিবীতে বদনাম হয়েছে বাংলাদেশ।

 যদিও বর্তমান সরকার এই ধরনের ঘটনার প্রশ্রয় না দিয়ে সনাতন ধর্মাবলম্বী মানুষদের ধর্ম কর্ম করার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এমনই ছবি চোখে পড়ল ঢাকার রাজপথে। বাংলাদেশের ভূমিতে প্রায় চারশ বছর পুরানো এই রথ যাত্রা ও মাস ব্যাপী মেলার সূচনা হয় মঙ্গলবার। খুলনা, বরিশাল সিলেট, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে এই রথযাত্রা সূচনা হয় এইদিন। মঙ্গলবার বিকেলে পুরাতন ঢাকার রাজপথ দখল নিয়েছিল রথ যাত্রা। রাস্তার দুই ধারে রশি দিয়ে নিরাপত্তার বেষ্টনী করে সামনে এবং পেছনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এগিয়ে যায় রথযাত্রা। ভক্ত প্রাণ মানুষরা রথযাত্রাকে কেন্দ্র করে দুই কিলোমিটারের বেশি লম্বা লাইন তৈরি করেন। রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকে প্রত্যক্ষ করেন সনাতন ধর্মাবলম্বী মানুষদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow