ATTF ও NLFT-র সন্ত্রাসবাদীরা অস্ত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে
রাজ্যের এটিটিএফ এবং এনএলএফটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্যরা আত্মসমর্পণ করলেন আনুষ্ঠানিকভাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাগত জানিয়েছেন তাঁদের।
দ্য ফ্যাক্ট :- জম্পুইজলায় অনুষ্ঠিত হলো রাজ্যের দুটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর আত্মসমর্পণ কর্মসূচি। এই দিন এটিটিএফ এবং এনএলএফটির আত্মসমর্পণকারী সন্ত্রাসবাদীরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেছেন। জম্পুইজলায় টিএসআর সপ্তম বাহিনীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই আত্মসমর্পণ কর্মসূচি। দীর্ঘদিন যাবত এই দুটি সন্ত্রাসবাদী সংগঠন রাজ্যের পাহাড়ি অঞ্চলকে অস্থির করে রেখেছিল। বহু সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পাশাপাশি ছিনতাই ও অপহরণের মতো ঘটনা সংঘটিত করেছিল এই দুটি সংগঠনের সদস্যরা। পাশাপাশি এটিটিএফ এবং এনএলএফটির বন্দুকের গুলিতে শহীদ হয়েছিলেন অসংখ্য আরক্ষা কর্মী। এদিনের এই আত্মসমর্পণ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদীদের বন্দুক দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়। শান্তির মধ্য দিয়েই উন্নয়ন সম্ভব। আত্মসমর্পণকারী বৈরীদের স্বাভাবিক জীবনে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
What's Your Reaction?