সিলিং এর উপর থেকে উদ্ধার গাঁজা, গ্রেফতার ২ অভিযুক্ত

অবৈধ গাঁজা বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই অভিযুক্তকে গ্রেফতার করলো সিধাই থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তুলাবাড়ি এলাকায় চালানো হয় গাঁজা বিরুদ্ধে অভিযান। দুই অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় গ্রহণ করা হয়েছে মামলা।

Sep 5, 2025 - 23:52
 0  3
সিলিং এর উপর থেকে উদ্ধার গাঁজা, গ্রেফতার ২ অভিযুক্ত
গাঁজা সময়েতে দুই অভিযুক্তকে গ্রেফতার করল সিধাই থানার পুলিশ

দ্যা ফ্যাক্ট :- গভীর রাতে বাড়ির ভেতর অভিযান চালিয়ে অবৈধ গাজা উদ্ধার করতে সক্ষম হল সিধাই থানার পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। বৃহস্পতিবার গভীর রাতে তুলা বাড়ি এলাকায় চলে এই গাঁজা বিরোধী অভিযান। পুলিশ এবং টিএসআর যৌথভাবে চালায় এই অভিযান। 

            সিধাই থানার অন্তর্গত তুলাবাড়ী এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে গাঁজা বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এতে ঘরের ভেতরের সিলিং এর উপর থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ গাঁজা। বস্তায় ভর্তি করে বিক্রির জন্য রাখা ছিল এই গাঁজা গুলো। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৪৮ কিলো। সিধাই থানার ওসি হিমাদ্রি সরকার জানান গাঁজা উদ্ধারের পাশাপাশি দুই অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা হল সাধন দেববর্মা এবং মদন দেববর্মা। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি। এই গাঁজা বিরোধী অভিযানে সিধাই থানার ওসির পাশাপাশি উপস্থিত ছিলেন সুন্দরটি লাফারীর ওসি ধ্রুবজয় রিয়াং সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow