রোমান স্ক্রিপ্টের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে TSF

রোমান স্ক্রিপ্ট চালু করার দাবি কে সামনে রেখে পূর্ব ঘোষণা মোতাবেক ত্রিপুরার জাতীয় সড়ক গুলো অবরোধ করেছে টিএসএফ। রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে করা হয়েছে অবরোধ।

Mar 21, 2025 - 10:43
 0  22
রোমান স্ক্রিপ্টের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে TSF
মথার ছাত্র সংগঠনের উদ্যোগে রোমান স্ক্রিপ্টের দাবিতে আগরতলা খোয়াই জাতীয় সড়কের খোয়াই চমুনিতে পথ অবরোধ। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- পূর্ব ঘোষণা অনুযায়ী রোমান ক্রিপ্তের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে টিএসএফ। শুক্রবার সকাল থেকেই ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়ক গুলো অবরোধ করেছে তিপ্রামথা দলের এই ছাত্র সংগঠন। আগরতলা খোয়াই জাতীয় সড়কের খোয়াই চৌমুহনিতে রাস্তায় আগুন জালিয়ে করা হয়েছে অবরোধ। 

রাজ্যের বিধানসভা অধিবেশনের মুখে টিএসএফের উদ্যোগে রোমানস্ক্রিপ্টের দাবিতে গোটা রাজ্যজুড়ে করা হয়েছে জাতীয় সড়ক অবরোধ। বিষয়টিকে বিধানসভার অধিবেশনে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে মাথার এই ছাত্র সংগঠন আজকের দিনে এই কর্মসূচি হাতে নিয়েছে বলে দলীয় সূত্রের খবর। সকাল থেকেই রাস্তার মাঝে টায়ার পুড়িয়ে যান চলাচল আটকে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে সরকার রোমান স্ক্রিপ্ট চালু করার বিষয়ে অতিসত্বর সিদ্ধান্ত গ্রহণ করুক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow