রোমান স্ক্রিপ্ট ইস্যুতে আপাতত কোন সিদ্ধান্ত নেই সরকারের, বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী
ককবরক ভাষায় লেখার জন্য রোমান স্ক্রিপ্টের যে দাবি উত্থাপন করা হয়েছে তা নিয়ে আপাতত সরকারের কোন সিদ্ধান্ত নেই। তবে ভবিষ্যতে আরো আলোচনা ক্রমে যা সিদ্ধান্ত আসবে তা মেনে নেবে সরকার। বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

দ্যা ফ্যাক্ট :- রোমান স্ক্রিপ্টের দাবি পূরণ নিয়ে আপাতত কোন সিদ্ধান্ত হচ্ছে না। ভবিষ্যতে সার্বিক বিষয়ে আলোচনা ক্রমে হতে পারে সিদ্ধান্ত। শুক্রবার বিধানসভার অধিবেশনে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
শুক্রবার বিধানসভার অধিবেশনে রোমান স্ক্রিপ্ট কার্যকর করা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই বিষয়টা নিয়ে ইতিপূর্বেও অনেকবার আলোচনা হয়েছে। আরো আলোচনা প্রয়োজন। ইতিমধ্যেই কেন্দ্রের সাথে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে তাতেও এই বিষয়টি রয়েছে। তবে এদিন পরিস্কার ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যদি কোন জনজাতি ভাষার স্ক্রিপ্ট হয় তাতে কোন আপত্তি নেই। তিনি উদাহরণস্বরূপ রাজ্যের চাকমা ভাষার স্ক্রিপ্টের প্রসঙ্গ তুলে ধরেছেন এদিন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন এই বিষয়টির স্থায়ী সমাধান করবে সরকার। কারণ সমস্ত জাতি ধর্মের মানুষদের কৃষ্টি সংস্কৃতিকে সম্মান করে এই সরকার। তার চাইতেও বড় শিক্ষার্থীদের যাতে কোন ধরনের সমস্যা না হয় এই বিষয়টিও মাথায় রেখে কাজ করা হবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
What's Your Reaction?






