৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ব্রহ্ম কুণ্ড মেলা, সম্পন্ন প্রথম প্রস্তুতি বৈঠক

আগামী ৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ব্রহ্মকুন্ডু মেলা। বৃহস্পতিবার ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে প্রথম প্রস্তুতি বৈঠক। উপস্থিত ছিলেন মহাকুমা শাসক, ভারপ্রাপ্ত জেলা সভাধি অতি সহ অন্যান্যরা।

Mar 20, 2025 - 22:01
Mar 20, 2025 - 23:22
 0  10
৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ব্রহ্ম কুণ্ড মেলা, সম্পন্ন প্রথম প্রস্তুতি বৈঠক
ব্রহ্মকুণ্ড মেলার প্রথম প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো ব্রহ্মকুণ্ড পঞ্চায়েত প্রাঙ্গনে। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ব্রহ্ম কুণ্ড মেলা। আগামী ৪ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত চলবে মেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত এই মেলার প্রথম প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। ব্রহ্মকুণ্ড পঞ্চায়েত প্রাঙ্গণে মেলার প্রস্তুতি বৈঠকে আলোচনা করা হয়েছে গোটা প্রস্তুতিকে ঘিরে।

                 অন্যান্য বছরের মত এই বছরও অশোকাষ্টমী উপলক্ষে ব্রহ্ম কুণ্ড মেলা অনুষ্ঠিত হবে। তিন দিন যাবত এই মেলাতে এই বছর ব্যাপক সংখ্যক ভিড় হবার আশা করছেন মেলা কমিটি। এবছর মেলাকে কেন্দ্র করে প্রাথমিক বৈঠকে সমস্ত ধরনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে। যানবাহন পার্কিং, চল বন্টন, সাধু-সন্তদের থাকার ব্যবস্থা, পিন্ড দানের ঘাট সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ইতিমধ্যেই ব্রহ্মকুণ্ড মেলা প্রাঙ্গণকে আরো সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত। তবে এই মেলার পূর্বে নতুনভাবে কোন নির্মাণ কাজ শুরু হবার সম্ভাবনা আপাতত নেই। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন টিটিডিসির চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow