রাস্তায় শুকাতে দেওয়া রাবার শিট দূর্ঘটনার কারন, কালীবাজারে বিপাকে বাইক চালক
সরকারি রাস্তায় শুকাতে দেওয়া রাবার শিট মরণফাদের পরিণত
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-বাণিজ্যিকভাবে উৎপাদন কারা রাবার সিট সরকারি রাস্তায় শুকাতে দেওয়াকে কেন্দ্র করে দুর্ঘটনার কবলে বাইক চালক। বামুটিয়ার কালীবাজারে এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা। দাবি সরকারি রাস্তায় সিট মেলে দেওয়া কারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের।
সম্পূর্ণ অবৈধভাবে সরকারি পিচের রাস্তায় নিজের ব্যক্তিগত রাবা শিট শুকাতে দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে কালীবাজারের ব্যবসায়ী তথা বাসিন্দা রঞ্জিত বিশ্বাস। প্রতিদিন কালীবাজারের মাঝখানে পিচের রাস্তায় নিজের ব্যক্তিগত বাগান থেকে তৈরি করা রাবার সিট শুকাতে দেন রঞ্জিত বাবু। ইতিপূর্বেও ছোটখাটো ঘটনা সংঘটিত হয়েছে এই রাবার সিটকে কেন্দ্র করে। কিন্তু এক বাইক চালক রাবার শিটের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় বাইকে চাকায় রাবার শিট আটকে বাইক থেমে যায়। বাইকের গতি বেশি না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। পরবর্তী সময়ে স্থানীয়রা ছুটে এসে বাইক আরোহীকে সাহায্য করে। বাইক মেকানিক এনে বাইকের চাকা খুলে এই রাবার শিট বের করতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা প্রশ্ন তুলেন কালীবাজারের প্রতিনিয়ত বামুটিয়া পুলিশ ফাঁড়ির আরক্ষা কর্মীরা আসা-যাওয়া করলেও এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেন না? অন্যদিকে রঞ্জিত বিশ্বাস উনার দোকানের সামনে ফুটপাত দখল করে আড়াআড়ি ভাবে একটি কাঠের টুল বসিয়েছেন। যার ফলে গাড়ি চলাচল এবং পথচারীরা হাঁটাচলা করার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। সরকারি জায়গা দখল করে এই ধরনের কার্যকলাপকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন স্থানীয়রা। পাশাপাশি কালীবাজারে বেশ কিছু অসাধু ব্যবসায়ী সরকারি জায়গা দখল করে দোকানের অংশ বৃদ্ধি করেছেন। এলাকাবাসীর দাবি যান চলাচল এবং হাঁটাচলা পথ বড় করতে এই অবৈধ ব্যবসায়ীদের জমি দখলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক মোহনপুর মহকুমা প্রশাসন।
What's Your Reaction?