আগ্নেয়াস্ত সমেত জিরানিয়া রেল স্টেশনে গ্রেফতার দুষ্কৃতি
২ টি পিস্তল ও ২ টি ম্যগজিন সমেত দুষ্কৃতি পুলিশের জ্বালে
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-জিরানিয়া রেল স্টেশন থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র সমেত এক ব্যক্তিকে আটক করে রেল পুলিশ। আটক হওয়া অভিযুক্তের নাম দীপঙ্কর সেন। সোমবার রেল পুলিশের সৎপরতায় আটক হয় দীপঙ্কর।
রাজ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রের আস্ফালন দিন দিন বেড়েই চলেছে। একদিকে অবৈধর নেশার রমরমা অন্যদিকে আগ্নেয়াস্ত্র। সব মিলিয়ে সাধারণের নিরাপত্তা এখন প্রশ্নচিহ্নের মুখে। জিরানিয়া রেল স্টেশন থেকে সোমবার রেল পুলিশের তৎপরতায় দীপঙ্কর সেন নামে এক ব্যক্তি আটক হয়।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ০.২২ দুটি পিস্তল এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এই আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে রেলের সফর করছিল দীপঙ্কর। এই আগ্নেয়াস্ত্রগুলো তার ব্যক্তিগত ব্যবহারের নাকি বিক্রির জন্য এনেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলে সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চয়তা কে দেবে? দীপঙ্কর সেনকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে অস্ত্র কেনাবেচার পেছনে মূল মাথাগুলোকে সনাক্ত সনাক্তকরণের দাবি উঠেছে সচেতন মহল থেকে।
What's Your Reaction?