করবুকে BSF-র স্বাস্থ্য শিবির
স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে স্থানীয়দের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা সীমান্তরকি বাহিনীর
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে সীমান্ত এলাকার উপজাতি জনগণকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে আয়োজন করা হয় স্বাস্থ্য শিবিরের। করবুক এলাকার পতিছড়ি স্কুল মাঠে শনিবার অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির। এলাকার সাধারণ মানুষকে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এদিন ঔষধ দেওয়া হয় বিনামূল্যে।
ত্রিপুরার তিন দিকে বাংলাদেশের সীমান্ত রয়েছে। এরমধ্যে পাহাড়ি এলাকা হওয়ায় সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ের জনগণ স্বাস্থ্য পরিষেবা নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এ সমস্যাকে দূরে ঠেলে মানুষের কাছে গিয়ে মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্যোগ নিল সীমান্ত রক্ষী বাহিনীর ১৫৬ ব্যাটালিয়ন। পতিছড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত এই স্বাস্থ্য শিবিরে এলাকার মানুষকে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ওষুধ দেওয়া হয়। এলাকার উপজাতি মানুষেরা এদিন সীমান্তরক্ষী বাহিনীর কাছ থেকে এই স্বাস্থ্য পরিষেবা পেয়ে অত্যন্ত উপকৃত হয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন। সীমান্ত এলাকায় এই ধরনের স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে স্থানীয় মানুষদের সাথে সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে।
What's Your Reaction?