বামুটিয়া ও মোহনপুর ব্লকে অভিযোগহীন ভাবে সম্পন্ন ইডিভি ভোটগ্রহণ প্রক্রিয়া

বামুটিয়া ও মোহনপুর ব্লকে ইডিভি ভোট গ্রহণ সম্পন্ন।

Aug 5, 2024 - 03:29
 0  25
বামুটিয়া ও মোহনপুর ব্লকে অভিযোগহীন ভাবে সম্পন্ন ইডিভি ভোটগ্রহণ প্রক্রিয়া
বামুটিয়া ব্লকে ভোট প্রদান করছেন ভোটের কাজে নিয়োজিত কর্মীররা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট : নির্বিঘ্নে সম্পন্ন হল বামুটিয়া এবং মোহনপুর ব্লকে ইডিভি ভোট। রবিবার এই দুই ব্লকে ভোটের কাজে নিয়োজিত কর্মচারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যথা সময়ে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সঠিকভাবে ভোট গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের তরফে নেওয়া হয়েছিল পর্যাপ্ত ব্যবস্থা। জানান অবজারভার অসীম সাহা।

              রবিবার বামুটিয়া আরডি ব্লকে নির্ধারিত সময়ে শুরু হয়েছে ভোট গ্রহণের কাজে জড়িত ভোটারদের ভোটগ্রহণ প্রক্রিয়া। বামুটিয়া ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার অমিতাভ ভট্টাচার্য জানান ইডিভি ভোটের জন্য ২৩৪ জন আবেদন করেছিলেন। এরমধ্যে ভোট দিয়েছেন ১৯৩ জন। তিনি আরো বলেন আগামী ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বামুটিয়া আর ডি ব্লকের অধীন যে সমস্ত এলাকায় ভোট হবে সেখানে মোট ভোটার রয়েছে ৩৫৯৭৪ জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১৮০৩৪ এবং পুরষ ভোটার সংখ্যা ১৭৯২৪ জন। এদিন অবজারভার অসীম সাহা সরোজমিনে তদারকি করেছেন বামুটিয়া ব্লকের ভোটগ্রহণ প্রক্রিয়া। তিনি জানিয়েছেন এই ভোট গ্রহণকে কেন্দ্র করে দুপুর পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার অভিযোগ বা খবর নেই। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করার জন্য সমস্ত ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে মোহনপুর আরডি ব্লকের বিডিও ধৃতি সরকার রায় জানান মোহনপুর ব্লকের অধীন ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণকারী মোট ২১৮ জন ভোটার ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন। ভোট দিয়েছেন ১৯৮ জন ভোটার। মোহনপুর ব্লকের অন্তর্গত মোট ভোটার রয়েছে ৩৭৫৮৮জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৮৯৮৪ জন এবং মহিলা ভোটার রয়েছে ১৮৬০২ জন। তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে ৩ জন। দুটি ব্লকেই নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow