স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ব্যতিক্রমী উদ্যোগ
স্বাধীনতা দিবস পালনকে ঘিরে সরকারি ও বেসরকারি স্তরে ব্যতিক্রমী উদ্যোগ।
দ্যা ফ্যাক্ট : স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মোহনপুর মহকুমা এলাকাতে একগুচ্ছ ব্যতিক্রমী কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। সরকারি এবং বেসরকারি স্তরে এই কর্মসূচি গুলো বাস্তবায়িত হয়েছে এদিন। সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরা অংশ নিয়েছিল এই কর্মসূচিগুলোতে।
স্বাধীনতা দিবস উপলক্ষে এমএলএ টিম এবং মোহনপুর এসডিএম টিমের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ নিজের দল নিয়ে এদিন মাঠে নেমেছিলেন। তুলা বাগানে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচে সবার সাথে বলে পা মিলিয়ে ছিলেন মন্ত্রী রত লাল নাথ। অন্যদিকে মহাকুমা সাসক সুভাষ দত্ত নির্ধারিত সময় পর্যন্ত পায়ে বল নিয়ে ময়দানে ছিলেন। এমএলএ টিম ১-০ গোলের ব্যবধানে জয়ী হয়েছে।
অন্যদিকে বামুটিয়ার বেড়ীমুড়া ব্রেইভ ক্লাব স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করেছে বৃক্ষরোপনের। যদিও আরো পাঁচটি বৃক্ষরোপণ থেকে এই কর্মসূচি ছিল একটু ব্যতিক্রমী। ক্লাবের উদ্যোগে মাত্র ৫ টি গাছের চারা রোপণ করা হয়েছে। ক্লাবের তরফে জানানো হয়েছে এই ৫ টি চারা রোপণ করার পর গাছের চারা গুলোকে দত্তক নিয়েছে ক্লাব। এই চারা গুলোকে বড় হওয়া পর্যন্ত এই চারাগুলোর প্রতি দায়িত্ব পালন করবে ক্লাব সদস্যরা।
পাশাপাশি রথখোলা এলাকায় অবসরপ্রাপ্ত ফোজিদের উদ্যোগে উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্বাধীনতা দিবসে এলাকার অবসরপ্রাপ্ত ফোজিদের সংবর্ধনা জ্ঞাপনের। বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিক অনুপম দত্তের বাড়িতে অবসরপ্রাপ্ত ফোজিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। পাশাপাশি এলাকার পাঁচ জন প্রবীণ নারীকে দেওয়া হয়েছে নাগরিক সংবর্ধনা। এই দিন স্বাধীনতা দিবস পালনের অঙ্গ হিসেবে এলাকার প্রয়াত পাঁচ ব্যক্তির সন্তানদের দিয়ে বাবা-মার নামে বৃক্ষরোপণ করানো হয়েছে। এই কর্মসূচি গুলোকে কেন্দ্র করে মানুষদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।
What's Your Reaction?