মোহনপুরে বিরোধী দল ছেড়ে শাসকে আস্থা রেখে ১৪৫ জন ভোটার BJP-তে
উন্নয়নে শামিল হয়ে সকলের প্রতি আহ্বান মন্ত্রী রতন লাল নাথের
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা,মোহনপুর:-মোহনপুর বিধানসভা এলাকায় রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হলো বিজেপি। ১৪৫ জনভোটার হাতি ছড়াতে এক যোগদান সভায় বিরোধী দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ নবাগতদের হাতে দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান।
"বিজেপি মানেই উন্নয়ন। এই উন্নয়নকে আরো গতিশীল করতে সমস্ত অংশের মানুষের অংশগ্রহণ প্রয়োজন"। হাতি ছড়াতে যোগদান সভায় জনগণের উদ্দেশ্যে সম্বোধন করতে গিয়ে এই দাবি করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী বলেন বিরোধী দল প্রতিশ্রুতি দিতে পারে। কিন্তু ভারতীয় জনতা পার্টি রাজ্যের জনজাতি এবং সাধারণ জনগোষ্ঠীর মানুষদের উন্নয়ন করে দেখাচ্ছে। কোন প্রলোভন, কোন প্রতিশ্রুতি ছাড়াই সরকার রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য উন্নয়নমুখী সিদ্ধান্ত গ্রহণ করছে। পাশাপাশি তাবাস্তবায়ন করছে। তিনি আহ্বান করেন উন্নয়নের এই গতিকে আরো গতিশীল করতে সকলে মিলে এগিয়ে আসার। এদিনের এই যোগদান সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুরের মন্ডল সভাপতি বীরেন্দ্র দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রিনা দেববর্মা এবং অন্যান্যরা।
What's Your Reaction?