আমবাসায় হালাম খুন কান্ডে অভিযুক্তদের ৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত
খুনের আসল রহস্য বের করতে অভিযুক্তদের জোর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা, আমবাসা:-আমবাসা থানার অন্তর্গত দুঃখীশ্যাম হলামের মৃতদেহ উদ্ধারকান্ডে দুই অভিযুক্তকে চারদিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত। বুধবার রাতে অভিযুক্ত স্বপ্না নমঃ ভদ্র এবং মিন্টু দাসকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুজনকেই পুলিশি রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায়। আদালত দুই অভিযুক্তকে চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
বুধবার দুপুরে আমবাসার আনন্দ দেববর্মা পাড়া জেবি স্কুল সংলগ্ন এলাকার জঙ্গল থেকে পচা গলা অবস্থায় দুঃখী শ্যাম হালামের দেহ উদ্ধার হয়েছিল। তারপরই পরিবারের লোকেরা এই ঘটনার পেছনে খুনিদের হাত রয়েছে বলে অভিযোগ করেন। পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্বপ্না নমঃ ভদ্রকে আটক করেছিল পুলিশ। পরবর্তী সময়ে বুধবার রাতেই মিঠুন নমঃ দাস নামে অপর এক যুবক এবং স্বপনা নঃম দাসকে গ্রেফতার করে। এখন পর্যন্ত কি কারনে এই খুনের ঘটনা সংঘটিত হয়েছে তা সামনে আসেনি। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করেছে। এখন দেখার রিমান্ডে চলাকালীন সময়ে খুনের আসল রহস্য বেরিয়ে আসে কিনা।
What's Your Reaction?