রাতের আঁধারে ৬০ হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ

সিধাই থানা এলাকাতে নতুন মরশুমে পর শুরু হল গাঁজা বিরোধী অভিযান। সাফল্য পেলে পুলিশ।

Sep 27, 2024 - 01:02
 0  27
রাতের আঁধারে ৬০ হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ
রাতের আঁধারে ব্যাপক পরিমাণ গাঁজা বাগান ধ্বংস করল সিধাই থানার পুলিশ। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- রাতের আঁধারে অবৈধভাবে গড়ে তোলা গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ। পঞ্চবটির পূর্ব কলোনি এলাকায় সিধাই থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার গাঁজা গাছ ধ্বংস করেছে। পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ যৌথভাবে এই অভিযান চালায়। এসডিপিও সব্যসাচী দেবনাথের নেতৃত্বে চলে এই অভিযান।                                  মোহনপুরে এসডিপিও হিসেবে বিজয় সেন থাকাকালীন সময়ে নেশা বিরোধী অভিযান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। দুটি থানা নিজ উদ্যোগে যা কিছু অভিযান করত, তিনি আসার পর তাও বন্ধ হয়ে যায়। সম্প্রতি তিনি মোহনপুর থেকে স্থানান্তর হয়েছেন। নতুন এসডিপিও হিসেবে সব্যসাচী দেবনাথ মোহনপুরের দায়িত্বভার গ্রহণ করার পর পুনরায় শুরু হয়ে গেছে নেশা বিরোধী অভিযান। বুধবার গভীর রাতে টিএসআর, সিআরপিএফ এবং পুলিশ যৌথভাবে এই গাঁজা বিরোধী অভিযান চালায়। যার নেতৃত্বে ছিলেন এসডিপিও সব্যসাচী দেবনাথ, সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি, সুন্দর টিলা ফাঁড়ির ওসি ধ্রুবজয় রিয়াং সহ অন্যান্যরা। এই গাঁজা বিরোধী অভিযানকে কেন্দ্র করে এলাকার গাঁজা চাষিরা সরাসরি দাবি করেছেন, এই এলাকায় আরো গাঁজা বাগান রয়েছে। সেই সমস্ত গাঁজা বাগানগুলিও কেটে নষ্ট করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বলা যায়, গাঁজা চাষীদের তরফে এই ধরনের দাবি সম্ভবত এই প্রথম। এখন প্রয়োজন, গাঁজা চাষীদের দাবি মোতাবেক অন্যান্য গাঁজা বাগানগুলিও ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow