গজারিয়ায় প্রয়াত বিনোদ সরকারের বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন মন্ত্রী রতন লাল নাথ
সম্প্রীতি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বিনোদ সরকার। তিনি প্রথমে কংগ্রেস দলের সাথে জড়িত ছিলেন। পরে যুক্ত হয়েছেন বিজেপির সাথে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও বিনোদ সরকারের যথেষ্ট সুনাম এলাকা জুড়ে। বৃহস্পতিবার উনার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান।

দ্যা ফ্যাক্ট:- মোহনপুর এবং বামুটিয়া বিধানসভাতে অত্যন্ত সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত বিনোদ সরকার সম্প্রতি হৃদরোগের আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার মোহনপুরের গজারিয়া স্থিত উনার বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন মন্ত্রী রতল লাল নাথ। সমবেদনা জ্ঞাপন করলেন পরিবারের প্রতি।
বামুটিয়া বিধানসভা এলাকায় কংগ্রেস দলের হয়ে রাজনীতি শুরু করেছিলেন বিনোদ সরকার। অবিভক্ত মোহনপুর ব্লক থাকাকালীন সময়ে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে যোগদান করেন বিজেপিতে। দীর্ঘ রাজনৈতিক জীবনে অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন বিনোদ সরকার। সমাজের সর্বস্তরের মানুষকে সম্মানের সাথে সম্বোধন করতেন বিনোদ। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বিনোদ সরকার। বৃহস্পতিবার উনার বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন মন্ত্রী রতন লাল নাথ। এদিন মন্ত্রী বলেন বিনোদ সরকার একজন সময়ের প্রতি অত্যন্ত যত্নবান ব্যক্তি ছিলেন। দলের সভা, সামাজিক কাজ সমস্ত কিছুতেই সঠিক সময়ে উপস্থিত থাকতেন তিনি। বিশেষ করে তপশিলি অংশে মানুষের সাথে উনার দারুন সম্পর্ক ছিল। রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও বিনোদ সবার আগে উপস্থিত থাকতেন বলে জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। উনার মৃত্যুতে দলের অপরনীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করলেন মন্ত্রী।
What's Your Reaction?






