মোহনপুর মহকুমায় এক ছত্র জয় বিজেপির, সিপিএম কংগ্রেস প্রার্থী নিরাশ করল নেতৃত্বকে
জেলা পরিষদের ৬ নং আসনে সিপিআই(এম) ও কংগ্রেস প্রার্থীর জমান জব্দ।

দ্যা ফ্যাক্ট : মোহনপুর মহকুমার বামুটিয়া এবং মোহনপুর ব্লকে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ফলাফল হতাশ করেছে সিপিআই(এম) এবং কংগ্রেস নেতৃত্বদের। অন্যদিকে বিজেপি জেলা পরিষদের ৭ টি আসনে এবং পঞ্চায়েতের ১৪ টি আসনে নিজেদের একছত্র জয় বজায় রেখেছে। অবিশ্বাস্য হলেও সত্য জেলা পরিষদের একটি আসনে জামানত জব্দ হয়েছে সিপিআই(এম) এবং কংগ্রেস প্রার্থীর।
বামুটিয়া ব্লকের অন্তর্গত মোট চারটি জেলা পরিষদের আসন রয়েছে। এরমধ্যে ১ নং আসনের প্রার্থী খুশবু দেববর্মা (মহলানবীশ)বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছেন। ২ নং আসনের বিজেপি প্রার্থী শিলা দাস সেন মোট ভোট পেয়েছেন ৭৪৭৭টি, কংগ্রেস প্রার্থী সরস্বতী মন্ডল ৭৩৮ টি ভোট পেয়েছেন। ৩ নং আসনে বিজেপি প্রার্থী বিষ্ণুধন দাস ভোট পেয়েছেন ৬৮৫৫ টি, কংগ্রেস প্রার্থী রতন রায় পেয়েছেন ৭১৫ টি ভোট,সিপিআই(এম) প্রার্থী সুমন সময়কার ৭৬০ টি ভোট। এদিকে ৪ নং আসনের বিজেপি প্রার্থী বলাই গোস্বামীর মোট প্রাপ্ত ভোট ৭৬৪৩ টি, কংগ্রেস প্রার্থী রাজেশ সিং ৮৭৩ টি ভোট, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ৫ নং আসনে বিজেপির মিষ্টু সরকার মোট ভোট পেয়েছেন ৮৭৩২ টি ভোট, কংগ্রেস প্রার্থী বৃষ্টি দাসকে ভোট দিয়েছেন ৬৯২। তার পার্শ্ববর্তী কেন্দ্র ৬ নং আসনের বিজেপি প্রার্থী নিয়তি ভৌমিকের মোট প্রাপ্ত ভোট ১০৪৮২, কংগ্রেস প্রার্থীর ভোট সংখ্যা ৩৫৯ এবং সিপিআই(এম) ২৯০ টি ভোট পেয়েছেন।
একই ধারা বজায় রেখে ৭ নং আসনের বিজেপি প্রার্থী জয় লাল দাস মোট ভোট পেয়েছেন ৮৯৪৬ টি ভোট, কংগ্রেস প্রার্থী অরবিন্দ দাস ৮৬৪ ভোট পেয়েছেন, সিপিআই(এম) প্রার্থী প্রমোদ সরকারের ৬৫৯ টি ভোট। উল্লেখ্য বাবুটিয়া এবং মোহনপুর ব্লক এলাকার মধ্যে মোট ৭টি আসনে সিপিআই(এম) এবং কংগ্রেস প্রার্থীর মোট প্রাপ্ত ভোট সংখ্যা বিজেপির কোনো একক প্রার্থীর ভোট সংখ্যা থেকে বেশি হয়নি।
অন্যদিকে বামুটিয়া ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েতের ২ টি আসন এবং মোহনপুর ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েতের মোট ১২ টি আসনে তিপ্রামথার সাথে লড়াই হয়েছিল বিজেপির। সবকটি আসনেই জয়ের ধারা অব্যাহত রেখেছে বিজিপি। দলের এই ফলাফলকে কেন্দ্র করে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস, মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। মন্ত্রী আহ্বান করেন এই জয়ের মাধ্যমে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে কাজ করবে সমস্ত জনপ্রতিনিধিরা।
What's Your Reaction?






