মানবাধিকার সচেতনতায় কাতলামারায় আলোচনা সভা

মানুষের মধ্যে মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হিউম্যান রাইটস কমিশনের সহযোগিতায় কাতলামারায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়

Aug 24, 2023 - 12:50
 0  21
মানবাধিকার সচেতনতায় কাতলামারায় আলোচনা সভা

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কাতলামারা স্থিত বাঁশ গ্রামে। কাঠিয়া বাবা গুরু কুলম সেবা ট্রাস্টের উদ্যোগে এই দিন হিউম্যান রাইটস কমিশনের আধিকারিকরা উপস্থিত থেকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মানবাধিকার কমিশন গোটা ভারতবর্ষে দেশের নাগরিক এবং দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকদের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। এই বিষয়ে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাঠিয়া বাবা গরু কুলম সেবার ট্রাস্ট এদিন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। এদিন হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান বলেন যেখানেই মানুষের মানবাধিকার উলংঘন হবে সেখানে সাধারণ মানুষ কমিশনের সাহায্য নিতে পারে। কমিশন অত্যন্ত আন্তরিকতার সাথে মানুষকে সহায়তায় এগিয়ে আসে। তবে কি কি বিষয় হিউম্যান রাইটসের আওতায় নয় এবং কি কি বিষয় হিউম্যান রাইটসের আওতায় রয়েছে সে সমস্ত বিষয়ে এই দিন বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই দিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow