নিখোঁজ নাবালিকা, সন্ধানের চেষ্টায় নাবালিকাকে খুনের হুমকি অভিযুক্তের
ছনমুড়ি গ্রাম থেকে নিখোঁজ হবার পাঁচ দিন পরও উদ্ধার হলো নাবালিকা
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-পাঁচ দিন যাবত নিখোঁজ নাবালিকার বাড়িতে পুলিশে অভিযোগ না করার হুমকি। ঘটনা এয়ারপোর্ট থানাধীন ছনমুড়ি গ্রামে। এই বিষয়ে ইতিমধ্যেই এয়ারপোর্ট থানাকে অবগত করা হয়েছে। কিন্তু এখনো নিখোঁজ নাবালিকার সন্ধান দিতে ব্যর্থ পুলিশ।
বিগত পাঁচ দিন অতিবাহিত হলেও নিখোঁজ নাবালিকা মেয়ের সন্ধানে চেয়ে দিশেহারা হত দরিদ্র বাবা-মা। ছড়মুড়ি গ্রামের এই নাবালিকার নিখোঁজ হবার ঘটনায় ইতিমধ্যেই পরিবারের তরফে এয়ারপোর্ট থানাকে অবগত করেছে বলে জানাজায় পরিবারের লোকেরা। কিন্তু ৫ দিন অতিবাহিত হতে চললেও নাবালিকা এখনো নিখোঁজ। এদিকে মোহনপুর ইলেকট্রিক অফিস সংলগ্ন রড মিস্ত্রির কাজ করা এক যুবক নাবালিকাকে বলপূর্বক নিয়ে গেছে বলে অভিযোগ। পরিবারের লোকেরা যুবকের বাড়িতে গিয়ে তাদের কোন খোঁজ পায়নি। অন্যদিকে যুবকের তরফে নাবালিকার পরিবারকে পুলিশে অভিযোগ না করার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে খবর। এমনকি যদি নাবালিকাকে উদ্ধারের চেষ্টা করা হয় তাহলে তাকে খুন করা হবে বলেও যুবকের তরফে বিভিন্ন মাধ্যম থেকে হুমকি প্রদান করা হয়েছে। এই অবস্থায় পুলিশ অতিসত্বর নাবালিকাকে উদ্ধার না করলে জীবন সংশয়ের সম্ভাবনা রয়েছে নাবালিকার
What's Your Reaction?