রাজ্যের প্রভাবশালী ৪ ঠিকাদারের বাড়িতে এক যুগে আয়কর দপ্তরের হানা
আয়ের সাথে উৎসের সঙ্গতি না থাকায় ঠিকেদারদের বাড়িতে দিনভর চলল অভিযান
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-গোটা রাজ্য যখন উৎসবের নেশায় বিভোর ঠিক তখনই রাজ্যের প্রভাবশালী চার ঠিকাদারের বাড়িতে হানা দিল আয়কর দপ্তর। বৃহস্পতিবার সকাল ৬ টা নাগাদ আগরতলা এবং আগরতলার পার্শ্ববর্তী এলাকায় শুরু হয় এই অভিযান। রাত ১০ টা পর্যন্ত এই অভিযান জারি ছিল।
দীর্ঘ বছর যাবত রাজ্যে একচেটিয়া ঠিকাদারের বাণিজ্য চালিয়ে যাওয়ার অন্যতম নাম দীপক নাগ, কিশোর রায়, শিবু সাহা এবং শেখর চন্দ্র পোদ্দার। বৃহস্পতিবার ভোর ৬ টা নাগ আয়কর দপ্তরের আধিকারিকরা এক যুগে এই চার ঠিকাদারের বাড়িতে অভিযান চালায়। জানা গেছে অভিযান চলাকালীন সময়ে ঠিকেদারদের অর্থ উপার্জনের মাধ্যমের সাথে আয়কর দপ্তরকে দেওয়া তথ্যের অমিল পাওয়া গেছে। যার ফলে দিনভর ঠিকাদারদের বাড়ির পাশাপাশি অফিস এবং বিভিন্ন ঠিকানায় আয়কর দপ্তর অভিযান চালিয়েছে এক যোগে। এই চার ঠিকাদারের বাড়িতে অভিযান চালাতে গুয়াহাটি থেকে আয়কর দপ্তরের একটি বিশেষ টিম রাজ্যে এসেছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করে শুরু করেছে অভিযান। বাড়িতে যাতায়াতের ওপর সম্পূর্ণ বিধি-নিষেধ আরোপ করে খতিয়ে দেখা হয়েছে বিভিন্ন বাণিজ্যিক নথিপত্র। সূত্র অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত অভিযান শেষ না হলে শুক্রবারও জারি থাকতে পারে এই অভিযান। তবে দিন ভর এই অভিযানে পর্যাপ্ত তথ্য প্রমাণ আধিকারিকদের হাতে এসেছে কিনা সেই বিষয়টি জানা যায়নি।
What's Your Reaction?