বুধজংনগরে বাংলাদেশেল গ্যাস পরিবহনকারী গাড়ি আটকে দিল জনতা

বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর প্রতিনিয়ত নির্যাতন জারি রয়েছে। পাশাপাশি ভারতবিদ্বেষী বক্তব্য দিন দিন বেড়েই চলেছে। এর প্রতিবাদে বুধজংনগরে গংলুং এলাকায় বাংলাদেশ থেকে গ্যাস নিতে আসা গাড়ি আটকে দিয়েছে জনতা।

Dec 27, 2025 - 23:59
Dec 28, 2025 - 00:17
 0  12
বুধজংনগরে বাংলাদেশেল গ্যাস পরিবহনকারী গাড়ি আটকে দিল জনতা
বাংলাদেশ থেকে গ্যাস নিতে আসা লরি ত্রিপুরায় আটকে দিল জনতা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :-‌ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর প্রতিনিয়ত নির্যাতন চলছে। বিশেষ করে হাসিনার পতনের পর এই নির্যাতন আরও বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি ভারতবিদ্বেষী কার্যকলাপ ও বক্তব্য দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে। এই সমস্ত ঘটনার প্রতিবাদে বাংলাদেশ থেকে ত্রিপুরায় গ্যাস নিতে আশা লরি আটকে দিল জনতা।

দীর্ঘ বছর যাবত ত্রিপুরার বুধজংনগরে গংলুং স্থিত গ্যাস বটলিং প্লান্ট থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে বাংলাদেশকে। লরির মাধ্যমে এই গ্যাস সংগ্রহ করছে বাংলাদেশ। কিন্তু বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক নয়। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর নির্মম অত্যাচার চলছে। এই সমস্ত ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ বাংলাদেশের গ্যাস পরিবহনকারী লরি আটকে দিয়েছে শনিবার। তাদের দাবি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন যতদিন বন্ধ না হবে ততদিন গ্যাস সরবরাহ করা হবে না বাংলাদেশকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসে পুলিশ এবং অন্যান্য আধিকারিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow